১.
কুয়াশা ভেজা প্যারিস শহরে শেষ বিকেলের আলোয় আমি হাটছি আর তোমার কথা ভাবছি!
যে তুমি ছিলে দৃষ্টির সীমানায় যে তুমি ছিল হৃদয়ের আঙিনায়!
জানিনা সেই তুমি আজ হারালো কোন দূরে অজানায়!
তোমার সেই চেনামুখ কতো দিন দেখিনি!
আজ আমারই চোখেরই আঙিনায় দেখেছি অনেকেই আসে যায়!
আমিতো তাদেরই ভীড়ে খুজি শুধুই তোমায়!

২.
গভীর রাতে রজনীগন্ধা হাসনা-হেনা আর গন্ধরাজ ফুলের গন্ধে যখন কোনও ঘুমন্ত কিশোরীর ঘুম ভেঙে যায়।
তখন ফুলের জন্ম সার্থকতা লাভ করে।
এই ঘুমন্ত শহরে আমি একা বিষণ একা রাত জেগে উপলব্ধি করছি সৃষ্টির অপরুপ রুপের সৌন্দর্য।
কষ্টই প্যারিসের ঐশ্বর্য।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন