প্যারিস থেকে:-

ফাগুনের আগুন রাঙা সকালে ফুঠে উঠে বাংলার অপরুপ রুপ। মাঝে মাঝেই আনমনা হয়ে যাই মনে পড়ে হারানো দিনের কথা। এক সাথে চলাফেরা ঘুরে বেড়ানো, কতো কথা ,গল্প মান অভিমান সব কিছুই জমানো থাকতো তোমার সাথে দেখা হলে একসাথে বলবো বলে। আজও সৃষ্টির সব সৌন্দর্য ঠিকই আছে শুধু তোমার ঠিকানা আমি হারিয়ে ফেলেছি! অপরিচিতা হয়ে গেলে তুমিও আমার জীবন থেকে! খুব জানতে ইচ্ছা করে কেমন আছো নতুন ঠিকানায়!

রাগও করিনি অভিমানও করিনি তোমাকে আজও ভুলে যাইনি। এখোনও ভাবি এখোনও কাঁদি এই প্রেম আমিতো চাইনি। তবুও তুমি সুখে থাকো, শুভ কামনা নীলাঞ্জনা ও আমার নীলাঞ্জনা। আকাশটা যতোদিন চাঁদতারা মেঘ নিয়ে খেলবে এ হৃদয়ে ততোদিন তোমারি প্রেম শুধুই জ্বলবে। তুমি হার মেনেছো আমি হার মানবো না নীলাঞ্জনা ও নীলাঞ্জনা। সাগরটা যতোদিন নদী নালা খালে জল দিবে, এই দুটি চোখ ততোদিন নোনা জলেই সুখ খুজে নিবে। আমাকে ছাড়া তুমি বাচলেও তোমাকে ছাড়া আমি বাচবো না নীলাঞ্জনা ও নীলাঞ্জনা।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন