“কথা ছিল দেখা হবে,
দেখা হলো না, হৄদয়ের সব কথা বলা হলো না।“
আর এটাই তো সত্যি হলো। হয়তো আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না।
প্রয়োজনের তাগিদে আর সময়ের স্রোতে অনেক দূরে চলে এসেছি। যেখান থেকে আর ফেরা হয়নি।
হাজার মাইলের দূরত্ব তোমার আমার মাঝে। হয়তো তুমি আগের মতোই আছো।
নিজের কথা জানিনা, হয়তো অনেক বদলে গেছি। অনেক গুলো বছর পেরিয়ে গেছে কিন্তু কথা রাখা হয়নি।
সেই মেলা সেই খেলার মাঠ , সবই আগের মতন আছে। শুধু সময়টা হারিয়ে গেছে।
যাকে বলে অতীত – ফিরে যাওয়া যায়না যেখানে। ছোয়া যায়না তাকে কিন্তু অনুভব করা যায়।
দেশে গেলে আজো মেলায় যাই। একাএকা হেটে বেড়াই, কি খুঁজি জানিনা।
চারিদিকে এতো মানুষের ভীড় তারপরও মনেহয় কোথায় কেউ নাই….
সন্ধ্যার পরে বেরিয়ে পড়ি হাটতে থাকি অন্ধকার ফুটপাথ ধরে।
…বিরাট শূন্যতা চারিদেকে .. মাঝেমাঝে দু একটি লাইটপোস্ট, তার নিচে থাকে যাবার সময় নিজের ছায়া দেখে চমকে উঠি…
সেই অতীত আর কোনোদিন খুঁজতে যায়নি কারণ সেকানে গড়ে উঠেছে নতুন বসতি।
অনেক বার ভেবে দেখেছি , খুঁজে দেখি সেই হারানো অতীত। নিজের মনের  কাছে সাড়া পাইনি….

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন