প্যারিস থেকে:-

১.
জীবন চিরস্থায়ী নয় কিন্তু কর্ম চিরস্থায়ী।
তাই কর্মের মাধ্যম নতুন প্রজন্মের সবাইকে সৃষ্টিশীল কাজ করে পৃথিবীর সব দেশে দেশে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে হবে।
নতুন প্রজন্মের কাছে অনুরোধ লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা নিজের চেষ্টায় অর্জন করা অতি জরুরী।
কারিগরি শিক্ষার মান পৃথিবীর সব দেশে অতি মূল্যবান। কর্মের মধ্যে বেঁচে থাক আগামীর বাংলাদেশের নতুন প্রজন্মেরা।
সবার জন্যে শুভ কামনায়।

২.

স্বাধীনতার উওর কালে এসে ভাবনায় পড়ে গেলাম। যে প্রত্যাশা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন বাংলাদেশ এনেছিলাম।
আমাদের আত্ম কলহের কারণে আমরা আবার যেন বিবর্ণ হতে শুরু করেছি।
অনেক ত্যাগ অনেক রক্ত আমরা দিয়েছি এই স্বাধীনতার জন্যে।
এবার সুন্দর ভাবে আমাদের অস্তিত্বকে জাগিয়ে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
দেশপ্রেমিক সবাই মিলে স্বাধীনতানাশক যে কোনো ষড়যন্থকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন