A merging affinity with water
জলের সাথে তোমার সখ্যতা
[ Prof. Kaiser Haque, who teaches us the platonic ideas of John Donne ]
**+++*+**+
এ ঠান্ডা জলে, দ্যাখি তুমি অর্ধ নিমগ্ন।
তুমি চেতনায় সুর তোল নিমিষে।
সহসাই ভেঙ্গে ফেলো তুমি ঘুম,
প্রেমিকার মন, আর ওর কাঁচের চুড়ি।
দ্বিধাহীন তুমি স্বপ্নজাল, পাল তোলা এক নৌকা;
হাওয়া ভেসে বেড়ানো দীর্ঘ চুল
করিডোরের কম্পন, আমাদের কম্পাস আর
জ্যামিতিক জটিল উপপাদ্য,
পরীক্ষায় না মিলতে গারা জটিল লগারিদম।
সেই ঠান্ডা জলে, দ্যাখি তুমি পুরোটাই মগ্ন।