গত সপ্তাহ থেকে এই শুক্রবারের দুর্যোগ আবহাওয়ার পূর্বাভাস ফলাও করে কানাডিয়ান নিউজ চ্যানেলগুলি ক্রমাগত প্রচার করছিলো, আবহাওয়া বিশেষজ্ঞ, ট্রাফিক বিশেষজ্ঞ, পুলিশ অফিসার সবাই নিউজ চ্যানেলে লাইভে এসে বিভিন্ন পরামর্শ, উপদেশ দিয়ে যাচ্ছেন, একান্ত কাজ ছাড়া কাউকে বাসা থেকে বের হতে মানা করছেন এবং আমরা সেটা পালনও করছি।
আজ সকালের ওয়েদার নিউজ অনুযায়ী সকাল নয়টা /দশটার পরে snow storm টরেন্টোতে শুরু হওয়ার কথা বলছেন । টরেন্ট-র মেয়র সাহেব আজ ভোর বেলায় লাইভ এসে সবার জন্য অনেক পরামর্শ দিলেন । সকালের ৭ /৮ টার দিকেও দেখলাম Temperature তেমন খারাপ না, তেমন ঠান্ডা নেই , হালকা ঝির ঝির বৃষ্টি হচ্ছে , তবুও কি মনে করে ড্রাইভিং লটে লবন ছিটিয়ে রাখলাম। বিজ্ঞানীদের কথা সত্য হলো। দশটার পর থেকে snow storm শুরু হলো। ঠান্ডা বাতাস সেই সাথে স্নো ।
বিজ্ঞানীদের জন্য এবং একটি উন্নত দেশের সুসংগঠিত ব্যবস্থাপনার জন্য যখন কৃতজ্ঞতা প্রকাশ করছি, ঠিক তখন আমার জন্মভূমি বাংলাদেশের কথা ভেবে চোখ ভিজে এলো । সে দেশে সময়মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসে যেমন ত্রুটি থাকে, ব্যাবস্থনায় তার চেয়ে ত্রুটি ঢের বেশি থাকে । তার পরেও সরকারি পর্যায় থেকে যতটুকু পদক্ষেপ নেয়া হয় আমরা কয়জনেই বা তা মেনে চলি !!
হে আল্লাহ যে সমস্ত বিজ্ঞানকীরা তাঁদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও পদ্ধতি আবিষ্কারের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদের প্রাণ রক্ষা করে যাচ্ছেন তাঁদের ওপর রহমত করুন !!
হে আল্লাহ এসব উন্নত দেশের মতো আমাদের সোনার বাংলাদেশেও যেন আধুনিক সরঞ্জামাদি নিয়ে আবহাওয়াবিদরা সুসংগঠিত ব্যাবস্থপনার আলোকে সঠিকভাবে সময়মতো দুর্যোগ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আমাদের উপকূলবাসী হতদরিদ্র জনগনকদের রক্ষা করেন এমন তৌফিক দিন । আমিন
—–
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার, টরেন্ট, ডিসেম্বর ২৩