An analogy for the Seven days.
সেই সাতদিন, কথা বলোনি।**
**♥♣+**+♣♠+++***++
নেমেছো জলের গহীনে,
অশান্ত মন তোমায় পিছু ছাড়েনি। জন্মলগ্নে!
শান্ত জল তবুও তোমায় নিরবে মাপে,ডেসিমেল।
ঘড়ির কাটায়, প্রতিপদে, বিপদে আবেগে।
“সাত দিন” কারো সাথে কথা ছিলো না তোমার,
নিরবে দিয়েছিলে বিষের ডুব সাঁতারে।
ময়মুনার সাথে ছিলে হাঁস পালনে,
ব্লাউজহীন দু’জনে। ব্যবসা আর বানিজ্যে।
রাতে অন্ধকারে ঢিল পড়েছিলো জীবনে,
ঐ ৪২-৪৩ মন্তন্তরে। আমার বাবা, কাকা সহ এক লক্ষ মানব নিয়েছিলো ঠাঁই, কলিকতা বন্দরে,
তুমি রয়ে গেলে ময়মনসিংহে।
কি এক অমোঘবানী তুৃমি পেয়েছিলে বিচ্ছেদ বিউগলে। করুন সুর, ঐ “সাত দিন” কারো সাথেই কথা বলোনি, ” এক জয়গুন সেজেছিলে হাহাকার ভূবনে, দীঘলবাড়ীতে, সংসার সীমান্তে।
“সাত দিন” এর প্রচ্ছদ রেখেদিয়েছি অন্তরে। ধাবমান স্মৃতিপটে বিস্মৃতির অন্তরালে।
** পাদটিকাঃ “সূর্যদীঘল বাড়ী” চলচিত্রের নায়িকা ও “সাতদিন” নামের আধুনিক ম্যাগাজিনের সম্পাদক ডলি ইব্রাহিমের ১৯৯১ সালে যাতনা আর অভিমানে, জীবনাসন ও আর পটভুমি পূর্ববাঙলার দুঃসহ কাল ১৯৪২-৪৩ অনুসরনে।
Courtesy: @ Rawene Ibrahim