আমার ছোট্ট পৃথিবীর জন্ম হয়েছিল সেই কবে
বাবার পায়ের কাছে মেঝেতে, রিডিং টেবিলের নীচে
কিছু ইটের টুকরা, ছেড়া কাগজ, বড় ভাই থেকে চুরি করা রঙ্গিন মার্বেল
সকলের অগোচরে নির্মাণ হতে থাকলো আমার ছোট্ট পৃথিবীর দেয়াল ।

শৈশব থেকে টুপ্ করে কৈশোর পেরিয়ে যুবকে রূপান্তরিত হলাম
আমার পৃথিবীর ব্যাসার্ধ ক্রমশঃ বড় হলো,
মস্তিষ্কের নিউরোন সেলগুলিতে পরিবর্তন এলো
সম্পদের অসম বন্টন, রাজাদের শোষণ, নিপীড়ন
বক ধার্মিকদের দৌরাত্বের বিপরীতে রক্তে উঠলো নাচন
মধ্যবিত্তের পারিবারিক কমিটমেন্ট উপেক্ষা করে তীব্র প্রতিপাদ জানালাম ।

ফযর নামাজ শেষে বাবার সুর করে তেলোয়াত
‘ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান’,
মুয়াজজিনের সুমিষ্ট আজান, সেজদারত মায়ের ক্রন্দন
আমাকে স্পর্শ করেনি, আমার মুখে তখন অবিরাম সমাজ পাল্টানোর দাওয়াত।

মেঘে মেঘে অনেক বেলা গড়ালো, সমাজে কিছু ভৌতিক পরিবতন এলো
দেশের জিডিপি লাফিয়ে লাফিয়ে বাড়লো
এনজিও দের সুদের টাকায় খড়ের চাল ভেঙ্গে মজবুত টিনের চাল হলো
নিতাই মাঝির কপাল পুড়িয়ে, নদীতে ব্রিজ নির্মাণ হলো
মহাসড়কের কন্ট্রাক্টরদের বাসার রান্না ঘরে দামি দামি সব টাইলস বসানো হলো
তবে, সুইপার পাড়ার মাতাল মতিলালের বৌ পেটানো বন্ধ হলো না
যেমন বন্ধ হলো না ভদ্র পাড়ায় ঘুষখোরদের লেনদেন ।

জীবনের মধ্যাহ্নে কি পেলাম অথবা কি হারালাম, এই সমীকরণের জটিলতায়
আমার প্রসারিত পৃথিবীকে আবারো কেটে ছেঁটে ছোট করেছি
মনে মনে সব বাঘা বাঘা নেতাদের কাঠগোড়ায় দাঁড় করিয়েছি
মনের ক্ষুধা মেটাতে ভুল ভাল ছন্দে কবিতা লিখি, গদ্য লিখি, গল্প লিখি
শ্বেতশুভ্র বরফের এ দেশে লেকের ধারে বসে একা একা আপন মনে কথা বলি
সভ্যতার অসভ্যতা, চারিপাশের সুস্থ লোকদের অসুস্থতা পর্যবেক্ষণ করি
তবে, অপ্টিমিস্টদের সাথে তাল মিলিয়ে উম্মুখ হয়ে বসে থাকি অপেক্ষায়।

একদিন , হ্যামিলনের বংশী বাদকের ডাকে মানবতার জয় হবে
অনেকগুলি ‘আমি’ মিলিয়ে বিশালতা পাবে আমার ছোট্ট পৃথিবী
সম্পদের সুষম বন্টন হবে, শোষক-শোষিতদের পালা বদল হবে
যত্রতত্র উপচে পড়া সুখে নেচে উঠবে রোগ-শোকহীন এই ধরিত্রী
কোনো এক রাখাল বালক আকাশ পানে চেয়ে গলা উঁচিয়ে বলবে
ওরে দেখ, এই সুখ, এই সাফল্য, এই শোষণহীন রাজত্বের পিছনে রয়েছে
আমার পূর্বপুরুষের এক অখ্যাত প্রবাসী বাবার ছোট্ট পৃথিবী’ ।

—————
জাকারিয়া মুহাম্মদ ময়ীনউদ্দিন.
রেজিস্টার্ড সোস্যাল সার্ভিস ওয়ার্কার, টরেন্টো, কানাডা, আগস্ট ২২, ২০২০

পূর্ববর্তী নিবন্ধঅন্তরীক্ষ কথন ***
পরবর্তী নিবন্ধএকগুচ্ছ কবিতা
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন (জন্ম: ১৯৬৬ ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হয়ে দেশীয় ও আন্তজার্তিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন এবং তখন থেকেই লেখালেখিতে মনোনিবেশ। তবে লেখালেখি শুরুটা ছিল সেই হাইস্কুল জীবনে পাড়ার বড় ভাইদের প্রকাশিত ম্যাগাজিন 'অবসর' নামক পত্রিকার মাধ্যমে। ২০০৩ সালে কানাডায় সপরিবারে স্থায়ী ভাবে বসবাস শুরু করে, আবারও পড়াশুনা, প্রথম Humber College থেকে সোশ্যাল সার্ভিস বিষয়ে দুই বছরের ডিপ্লোমা, পরে University of Guelph থেকে ফ্যামিলি & কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে আবারও উন্নয়ন কর্মী হিসাবে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে ২০১০ সাল থেকে অদ্যাবধি টরেন্ট ভিত্তিক বিভিন্ন অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরীর করছেন । লেখকের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক গল্পপ্রবাসী ব্লগ, কানাডা ভিত্তিক একটি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় এবং মাসমিডিয়াতে ব্যাপক সাড়া পাওয়ার পরে ঢাকায় ২০২৩ সালের একুশে বইমেলায় লেখকের তিনটি বই হোমলেস, সিঙ্গেল মাদার, জোসনা ম্যানশন উপন্যাস আকারে প্রকাশিত হয় । বর্তমানে হাউজ হাজব্যান্ড নামে লেখকের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কে উপন্যাস হিসাবে ২০২৪ সালের ঢাকা একুশে বইমেলায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকের একটি জনপ্রিয় গল্প 'শেকড়' ২০২১ সালে বাংলাদেশের বুকল্যান্ড প্রকাশনা থেকে ৫০ লেখকের ভাবনা নিয়ে পঞ্চাশে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। গল্প/উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ লেখা ছাড়াও খেলাধুলা নিয়েও লেখকের অনেক লেখা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন