এক দশক আগে আহবায়ক মেরী রাশেদীনের হাত ধরে পথযাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্নের। একটি দশক – অনেকটা পথ পাড়ি দিয়ে বাচনিক আজ টরোন্টোর সংস্কৃতিক অঙ্গনে একটি অতি পরিচিত ও সফল নাম। এক দশক আগে যে পথচলা শুরু হয়েছিল তা ছিল শুধু এগিয়ে যাবার। এই পথ চলার মাঝে বাচনিক জয় করে নিয়েছে শহরের সকল কবিতা ও আবৃত্তি প্রেমিকের মন। বাচনিক পরিবারের প্রতিটি সদস্যের এই সংঘটনের প্রতি তাদের ভালোবাসাই এই সাফল্যের মূলমন্ত্র ।
আগামী শনিবার ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় দশক পূর্তির আয়োজন নিয়ে মঞ্চে আসছে বাচনিক। ১০০ ব্রিমলি রোডে অবস্থিত সেন্ট জন হেনরি নিউম্যান হাই স্কুল- এ , বাচনিকের এবারের আয়োজন “কবিতার জোছনায় ১০ বছর”।
প্রতিটি আয়োজনের মতো আবারো একটি সফল আয়োজনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে।