প্যারিস থেকে:-
আজ আমি নিয়ে কিছু কথা বলবো সামাজিক প্রেক্ষাপটে আমি শব্দ যখন নিজের মধ্যে চলে আসবে। তখন আপনি আর নিজেকে সামাজিক ব্যক্তি বলতে পারবেন না। আমি এই ভাবে এই কাজ করতে চাইলাম কিন্তু তাহারা আমার কথামত কাজ না করলে আমি ভাগ হয়ে আমি হয়ে গেলাম। আপনি হতে পারেন ভিন্ন মতের ভিন্ন ভিন্ন দলের মানুষ যখনি নিজের দেশের কেউ বিদেশে আক্রমণের শিকার হয় এবং তার স্পষ্ট প্রতিবাদ অনুষ্ঠিত হলে তাহাতে আপনার উপস্থিতি থাকতে হবে। যখন আপনার মনে আমার আমিত্ব চলে আসবে তখন আপনি আর জনগণের নেতা হতে পারবেন না কারন আপনার মাঝে অহংকার চলে আসলো। আর অহংকার হলো মানুষের পতনের মূল কারন। আজকের প্রতিবাদ সভাস্থলে যাহারা আমার আমিত্বের অহংকারী ছিলেন তাহাদের জনগণের নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই। নেতা হতে গেলে আপনাদেরকে অহংকার মুক্ত হতে হবে। আপনি যদি গার দু নদ এ দোকানদার হোন দোকানের ভিতরে আপনি সব জাতির বাহিরে আপনি একজন বাংলাদেশী এই হলো আপনাদের আসল পরিচয়। আমার আমিত্বের অহংকারে নিজেদের পরিচয় ভুলে যাবেন না।