অনেক সময়, অনেক দিন একটি প্রশ্নের সম্মূখীন হতে হয়েছে।
অনেকেই ব্লগে লেখার পদ্ধতি জানতে চেয়েছেন। বিষয়টা সব সময় মুখে বলে ব্যাখ্যা করা বা বুঝানো যায়না। যদিও বিষয়টা মোটেই কঠিন না। হাতে কলমে শিক্ষার দরকার। আর এই বিষয়টা বিবেচনা করেই আমরা একটা ভিডিও টিউটোরিয়াল প্রস্তুত করেছি।
টিউটোরিয়ালের দুটি পার্ট। প্রথমটা রেজিস্ট্রেশন পদ্ধতি আর দ্বিতীয় পার্ট লগ ইন আর লেখার পদ্ধতি।
ভিডিও দুটি আমাদের “নীতিমালা” বিভাগের সাথে যুক্ত করা হয়েছে।
এছাড়া আপনাদের যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেইল করুন :- parobashiblog@gmail.com

Free Shipping on ALL cosmetics products!!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন