“সবুজ ঘাসে শিশির হাসে, মুক্তার সাজে,
মৌমাছি গায়ছে গান, গুনগুন সুর বাজে।
সোনালী ধান নবান্ন ঘ্রাণ ভরে যায় মন,
কৃষকের মন-প্রাণ, ধন-ধান্যে পরিপূরণ।”
— আবু জাফর
নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম।
স্বদেশের মাটি থেকে হাজার মাইল দূরে এসেও এই প্রবাসে যারা বাঙালীর সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট ” প্রত্যয় ” তার মধ্যে একটা অন্যতম পরিচিত নাম। সুদুর প্রবাসে এসেও যারা বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করছে একান্ত আপন করে। “দেশীয় ঐতিহ্যকে হারিয়ে যেতে দেবো না ” এটা যেন তার দৃঢ় প্রত্যয়। সেই প্রত্যয় আর প্রতিশ্রুতি নিয়ে “প্রত্যয়” আসছে ,৯ ডজ রোডে। আগামী ২৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায়। “প্রত্যয় নবান্ন উৎসব ” এ (প্রত্যয়ের আমন্ত্রনে) আপনারা সবাই আমন্ত্রিত ।
আশাকরি দেখা হবে – ” আবার জমবে মেলা , বটতলা হাটতলা আগ্রাহনে নবান্নের উৎসবে।……. ”