নরওয়ে থেকে:-

রবীন্দ্রনাথ জীবনানন্দের মাঝে আমি তোমাকে খুঁজে ফিরি,
খুঁজে ফিরি আমার নিজস্ব কথা মালায়।
দিন শেষে সব পাখি ঘরে ফেরে,
বেলাশেষে শুধু তোমার আর আমার ফেরা হলোনা আজও।
শত সহস্র মাইল ধরে নীল সাগর আর অপরূপা সপ্নীল দেশে বসেও আজও তোমাকে ভোলা যায়নি ,
জানিনা ভুলতে পারবো কি না কোনো দিন।
রূপ কথা ভুলে থাকা যায়, ভোলে যায় আদিগন্ত সবুজের সমারুহ –
শুধু ভোলা যায়না, সে দুটো আঁখি , মায়াভরা চাহুনি, গ্রামের পথ ধরে হেটে চলা আর বলতে চেয়েও না বলতে পারা তোমার সেই অবেক্ত কথাগুলো।
জানিনা ওপারে কেমন আছো !
সুখে থাকবারই তো কথা।
বাবা ভাইয়েদের চোখ রাঙানি নেই , প্রতিবেশীদের কাছ থেকে অহেতুক কথা শোনারও ঝামেলা নেই ,, ঝামেলা নেই আমাকে বকা ঝকা করবারও।
চলে গেছো সেই কবে –
তবু ও তুমি বেঁচে আছো আমার জীবনানন্দের কবিতাগুচ্ছে , আমার হৃদয়ের নীল সীমানায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন