নরওয়ে থেকে:-
আজকে রাতটা ছিল তাঁরা জলমলে একটা রাত, মান্ডালে সাম্মারে প্রতি বুধবারে বড়ো কন্সার্ট হয়, মান্ডালের বুধবারের কন্সার্ট খুবই জনপ্রিয় তাই আস পাশের শহর থেকে অনেক লোকজন মান্ডালে বুধবারে রাত কাটাতে আসে। তাই সামারে মান্ডালে বুধবারের রাতগুলো আমরা যারা ফুড ব্যাবসার সাথে জড়িত তাদের জন্য বিশেষ রাত। আজ রাতে আস পাশের শহরগুলো থেকে অনেক সেলিব্রেটিরা মান্ডালে কনসার্টে এসেছিলো। অনেকেই আজ রাত আমার দোকান ভরিয়ে রেখেছিলো , তাদের মধ্যে একজন হচ্ছে হান্স। হান্স আমারি মতো একজন যুবক কিন্তু মাল্টি মিলিয়নের, আমার দোকানের সব মালপত্র হ্যান্সের বিশালাকার StorCash কোম্পানি থেকে কিনা হয়। ও আমার চেয়ে মাত্র ২ বৎসরের বড়ো এবং আমরা বন্ধুর মতো, ওর জন্ম ১৯৮০ তে আমার ১৯৮২ তে। ওর ওখানে মালামাল কিনতে গেলেই বলে শরীফ বাহিরে চল একসাথে একটা সিগারেট খাই। আমি ও হান্স একসাথে মিলে ব্যবসা বিষয়ক অনেক আলোচনা করি। যদিও জানিনা কেন, ও আমাকে অনেক পছন্দ করে, মালামাল কিনতে গেলে আমার ড্রাইভারের সাথে ও নিজে এসে সব মালামাল গাড়িতে উঠিয়ে দেয়।আমার দোকানের জন্য মালামাল আনতে গেলে ওর সাথে যেহেতো প্রতি সপ্তাহে দেখা হয় এবং আমার কোম্পানি যেহেতো ওর দোকানের সব চেয়ে ভালো কাস্টমারদের একজন তাই আজকে রাতে হান্স আমাদের দোকানে বেড়াতে এসেছিলো। অনেকদিন পর কাজ, সংসার ও বাচ্চা কাচ্চাদের থেকে ছুটি পেয়ে হান্স দিনটাকে নিজের মতো করে অনেক এনজয় করেছে । আজকে হান্সকে আমাদের দোকানে পেয়ে আমরা অনেক অনেক খুশি।