Inscribe my failures at my funeral
There is no achievement to see
There is no achievement to sing
Inscribe my failures!

A long deep sigh will travel throughout the endless time
And will radiate over the universe for a thousand light years!
Inscribe my failures!

I couldn’t love you as I should have
No second chance, no rebirth again—
Inscribe my failures!

I viewed the world with a fearful eye
Destroyed bird nests, babies tender wings lifeless in the mud, no reason to explain!
I had no time and was selfish enough not to look into it, not to think about it!
As I know, forgiveness is just a consolation only
But not a solution by any means
So—
Inscribe my failures after I die!

Let it cry my soul forever
Let it cry with a deep sigh
Inscribe my pains when I die!!

Inscribe My Failures
_____ Farid / February 04, 2022

লোবানের গন্ধের সাথে আমার ব্যার্থতার সব রং মিশিয়ে দিও
দেখার মতো কোনো অর্জন তো আমার নেই
কন্ঠে নেবার মতো শ্রুতিমধুর কোনো বাক্যও খুঁজে পাবে না আমার কৃতকর্মে
লোবানের গন্ধের সাথে আমার ব্যার্থতার রংগুলোকেই তাই মিশিয়ে দিও!

অসীম সময়ের ব্যাপ্তিতে বেওয়ারিশ ভেসে বেড়াবে আমার শেষ দীর্ঘশ্বাস
আরও সহস্র আলোকবর্ষ ধরে বিকিরিত হবে তা বিশ্ব পরিমন্ডল জুড়ে
লোবানের গন্ধের সাথে আমার ব্যার্থতার সব রং মিশিয়ে দিও!

যতোটা তোমাদের ভালোবাসতে চেয়ছিলাম, তার কিছুই তো আমি পারিনি
দ্বিতীয় কোনো সুযোগ আর আমি পাবো না
হয়তো থাকবে না কোনো পূনর্জন্ম ও
লোবানের গন্ধের সাথে আমার ব্যার্থতার সব রং তাই মিশিয়ে দিও!

একজোড়া সন্ত্রস্ত চোখেই বারবার এই পৃথিবীকে আমি দেখেছি
পাখিদের গুড়িয়ে যাওয়া বাসা
কোনো যৌক্তিক কারণ ছাড়াই—
কর্দমাক্ত মাটিতে আটকে যাওয়া সদ্যজাত ছানার নির্জীব কচি ডানা…
অহরহ আমি দেখেও দেখিনি, আমার অনুভবেও আসেনি কোনোদিন কিছু!
হয়তো আমার কোনো সময় ছিলনা
হয়তো আমি ছিলাম খুবই স্বার্থপর!

ক্ষমা হয়তো এক প্রকার শান্তনা হয়ে আসতে পারে মাত্র
কিন্তু আমি জানি—
কোনো অংকেই তা কোনো প্রতিকার নয়!—
মৃত্যুর পরে তাই লোবানের গন্ধের সাথে আমার ব্যার্থতার সব রং মিশিয়ে দিও!

একটি গভীর দীর্ঘশ্বাসের সাথে—
অনুতপ্ত আমার এই আত্মাকে অনন্ত কাল ধরে কাঁদতে দাও
আর কিছু নয়—
আমার সকল অপরাগতা আর ব্যাথার মৌন আর্তনাদকেই কেবল স্মৃতির এপিটাফে খোদাই করে রেখো!!

## শেষকৃত্য
____ফরিদ / ফেব্রুয়ারী ৪, ২০২২

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন