বুকের ভিতরের কালো ঘোড়াটা এইমাত্র বেড়িয়ে গেলো ঠিকানাহীন…
মুক্ত আমি এখন
মুক্ত ঘোড়াটি ও…
আমার কষ্টগুলো সব এখন এক নীল গহ্বরের ভিতর পাহাড় হয়ে যাচ্ছে
তুমি আর দেখতে পাবে না
তোমার জন্যে তৈরী হচ্ছে শূন্যতার এই স্বর্গ
চাইলে তুমি এখন আসতে পারো প্রিয়তমা…

আমার পিঠের নীচে মাটির মায়া
আকাশের চোখ থেকে ক্রমশঃ অঝোর হয়ে আসছে ফোঁটা ফোঁটা জল
আমার স্বপ্নগুলো ধুয়ে যাচ্ছে
ধুয়ে ধুয়ে আমার স্বপ্নগুলো সব বর্ণহীন হয়ে যাচ্ছে
ধূসর স্মৃতির সাথে মিলিয়ে যাচ্ছে আমার স্বপ্নেরা
দিগন্তের শেষ রশ্মির সাথে পালিয়ে যাচ্ছে এখন আমার স্মৃতিরা
তুমি চাইলে সেখানে আবার নূতন স্বপ্নের আবাদ করতে পারো
সমুদ্র বিলাসী কবিতার শব্দের মতো তুমি সাজিয়ে রাখতে পারো তাদের
দিতে পারো সবুজাভ হলুদ আঁচড়
নিদ্রাহীন কোন উপত্যকায় ক্ষুদ্র নীল ফুলের পাঁপড়ির মতো
আমার স্মৃতিগুলো হয়তো আবার জেগে উঠবে কোনদিন
আমি চিনবো তোমাকে,
আমি চিনবো তোমার আঙুল, ঠোঁটের কোণ, তোমার কেশাগ্র
চিনবো সব আদ্যপান্ত আমার ভালোবাসা
আমি চিনবো আমার ক্রান্তি কাননের বেদনাদের ও…
আমি আর কোন বাঁধা হয়ে দাঁড়াবো না তোমার পথে
চাইলে তুমি আসতে পারো প্রিয়তমা

আমি আর পাখিদের ভাষা বুঝতে চাইবো না
তাদের কষ্ট বুঝতে চাইবো না
এই পৃথিবীতে আপেক্ষিকতার বেড়াজালে আবদ্ধ সব ভালো-মন্দের সংগা
তবুও বাবুপুরা বস্তির দাবদাহের মতো বাস্তবতা…
অবলীলায় গ্রাস করে নেয় লক্ষ জীবন
অনেক দেরীতে হলেও আমি যেন মানিয়ে নিয়েছি সত্যের এই নির্মমতা
অনাহারের সাথে লড়তে লড়তে যে শিশুটি মারা গেলো এই মুহূর্তে
সেও কি সুন্দর এই পৃথিবীর এক অনুপম উপহার…!?

নিজেরই হৃদবলয়ে বিতর্কের ঝঞ্ঝায় লড়তে লড়তে…
যুদ্ধাহত সৈনিকের মত ক্লান্ত আমি এখন
আমি আর ভাববো না
আমি তোমাকে ভালোবাসি
আমি স্বার্থপরের মতো যে কোন মূল্যে তোমাকে পেতে চাই প্রিয়তমা

আমার চোখ দুটো আকাশের কান্নায় ধুয়ে যাচ্ছে
আমার স্বপ্নগুলো বর্ণহীন এখন
আমার বুকের ভিতরের কালো ঘোড়াটা মুক্ত হয়ে ছুটে যাচ্ছে দূরন্ত প্রান্তরে
আমার কষ্টগুলো এখন ভাষাহীন নীল পাহাড়
আমার শরীর মাটির মমতায় মিশে যাচ্ছে…!

তুমি চাইলে আসতে পারো এখন প্রিয়তমা
সম্পূর্ণ তোমার মতো করে শুরু করতে পারো নূতন স্বপ্নের আবাদ
আমি যে এখনো কেবল তোমারই ভালোবাসা চাই প্রিয়তমা…!!

____ফরিদ… / এপ্রিল ১৩, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন