বিষাক্ত কত কষ্ট বুকে নিয়ে বসে আছে জানালার কোণে
সময়ভুক দুর্ভাগার দল
তাদের আকাশ আজ ছোটো হয়ে আসছে নীলের রঙিন ছটা ক্রমশ হারিয়ে
জানালা দেখাচ্ছে আজ রঙিন পৃথিবীর কোলে কাঁটাময় ব্যাথাযুক্ত হিংস্র বাস্তবটা
যার জন্ম এইমাত্র তাদের ক্ষতবিক্ষত হৃদয়ে
অথচ তাদের কটা দিন আগে একগুচ্ছ শ্যামলিমা রংধনুর ভাবভালোবাসাভরা হাসত।হৃদয়ে বাজত অহর্নিশ গীটারের রিমঝিম প্রেম আর চোখে ছিল রঙিন পাখির কোনো নেশা।

বইয়ের মাঝে ছিল অনীহার তীব্র যাতনা
সর্বদা জীবন মগ্ন ছিল ইডিয়ট বক্সের কোলে
বিনোদন প্রমোদের মহাজাগতিক বিস্ফোরণে।
কখনও মাতাল চিত্তে মাতোয়ারা হয়ে চাররঙা তাসের গন্ধে আর নিকোটিনের ধোঁয়ায় রাতদিন সাবাড় করে তুরুফের পরে তুরুফ,জংধরা একঘেয়ে….

তাদের তখন ছিল নগ্ন উদ্দমতা অবুঝ রঙিন পথচলা
পাগলামিতে লেগে থাকতো একগুচ্ছ গোলাপের গন্ধ
কিন্তু এখন শুধুই এখন চোখেতে শুন্য মরুভূমি আর বুকেতে নীরস মরুর ক্যাকটাস।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন