অ/
অখণ্ডের টানে আমার বসতি কবিত্বের গানে!
আ/
আনন্দের সাথে দেখা দূকখের সভা শেষে
ইষ্ট সেখানে-যেখানে জীবনের ট্রেন ঝম্ ঝম্
ঈর্ষা করেছো আমদানি-ফল নেবে না!
উৎসের ভালোবাসা খুন হলে নদীর শুশ্রূষা-থাকেনা।
ঊষার আলো মাখবে যদি রজনীর গান শোনো
ঋতুরাজ তোমার ই ! ঐছাগলের পাগলের ও
এই লকডাউন যেন নিজেকে আপডেটের সুবর্ণ সময়!
ঐরাবতের দাঁত শান্তি নিবাসে, এনেছে শিকারি বন্দুক!
ওখানে যেওনা স্বজন যেখানে ভোট নীতির লোকজন
ঔষধে গান না থাক্ মাল্টিকোম্পানীর জান তো আছে
কান্না কিনি ভালোবাসায় ভাসতে জীবন স্রোতে!
খিলখিল হাসিতে সুপ্ত অশ্লীল বীজ
গোছানো গণিতের লোক বৃহৎস্বার্থের চিন্তনে নিশ্চিত চোরাবালি
ঘুমের সুপ্ত স্বপ্ন ফোঁটে জাগরণে-উদ্যোগের জীবন যাপনে
চিংড়ি জানি মাছ নয় পোকা তবু ও মাছ স্বীকৃতি!
ছলীরা নিজের আত্মাকে ও রাখে প্রতারণার ফাঁদে
জল গড়ালে রেখাচিত্রে ব্যার্থ আঁকা মেঘ
 ঝ
ঝনাৎ ঝনাৎ শব্দে বাজে কাহার অহঙ পুরাণ..

2 মন্তব্য

  1. খুব ভালো লাগলো। আমিও এই ব্লগের সঙ্গী হতে চাই।

  2. কবিতা ভালোবাসি। ভালোবেসে লিখিও টুকটাক। আপনাদের সাথে থেকে আরও সমৃদ্ধ হতে চাই। নমস্কার 🙏 নেবেন। ভালো থাকুন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন