GReen PTNG

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নষ্ট ঘুম, পথে নেমে আনমনে শীস্ দিলে

খসে পড়ে গোটা দশেক তারা,

আমি অপলক দেখি…

নির্মম আঁধারে ভাসে আধখানা কাঠের চাঁদ

হাত বাড়ালে নেমে এসে চুমো খায় কপালে।

 

ভাঙা অ্যাসফাল্টে নির্জীব ইঁদুর ফেলে রেখে

সবুজ পতঙ্গের বাড়ী যায় কালো বেড়াল

নর্দমার পাশে নাক ডাকিয়ে ঘুমোয় মহীষাসূর,

তবুও ভাঙেনা প্রকৃতির ধ্যান।

পদতলে গমের দানার মত মরে যায়

গতবিকেলের বৃষ্টির গন্ধ,

শুধু কথা রাখোনি বলে দুঃখ হয়।

 

খালি পকেট, শাদা আকাশ, পলাতক জীবন…

শুধু ভোর হলে দুঃখ কমে আসে।

মুখে কথা নেই

বাতাসের গতি নেই

পতঙ্গের গানে রোগা বাতাসে ভাসে

ভোরের কপাল।

 

বলেছিলে আসবে, কতকাল দেখা হয়নি!

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন