সময় নেই
চারিদিকে সবখানে সবার মুখে কেবল একই কথা সময় নেই, সময় নেই
তবে নিজের ছবি সরিয়ে কালো কালি লেপে প্রোফাইল পিকচার
মানব বন্ধন, অন্যের চরিত্র হরণ, মাস মিডিয়াতে গলা ফাটিয়ে চিৎকার
এসব করে কি ই বা হবে বলুন, আপনাদেরতো আবার এসব শোনারই সময় নেই।
আরে মশায়, সময় যদি নাই-ই থাকে তবে বিচার চেয়ে লাভ নেই
গার্লস স্কুলের সামনে দিনের পর দিন ছেলে আমার মোড়ের আড্ডায় মত্ত
সব দেখেও আমি অন্ধ, আমি আছি শুধু কিভাবে বাড়ানো যায় বিত্ত
তাহলে আপনারাই বলুন, মান গেলে ক্ষতি নেই, নষ্ট ছেলের নষ্টামিতে দোষ নেই।
বাচ্চাদের পাশে দাদু/নানু মনি নেই, খেলাধুলার মাঠ নেই
লাটাই নেই, গুড্ডি নেই , নারকেলের নাড়ু নেই, মোয়া নেই, বিন্নি ধানের খই নেই,
আইফোন, প্লে ষ্টেশন এসব দিয়ে বাচ্চাদের কান্না থামাতে জুড়ি নেই
বাড়িতে আনলিমিটেড ইন্টারনেটে তো আছে তাতে কোনো ক্ষতি নেই।
বেবিসিটারে কাছে বাচ্চা রেখে কাজে যেতে মানা নেই
মায়ের কাজে না গেলে টাকা নেই, টাকা না থাকলে ঘরে সুখ নেই
বাচ্চাদের সামনে বাবা-মার কুৎসিত ঝগড়া, তাতে কোনো ক্ষতি নেই
হ্যান্ডকাপ হাতে খবরের কাগজে ছেলের ছবি দেখেও আমাদের কোনো লজ্জা নেই।
বাচ্চাদের সাথে কখনো নজরুল, রবীন্দ্রনাথ, বিদ্যা সাগর
এঁদের পরিচয় করে দেওয়া নেই, এঁদের সামনে সাহিত্য নেই, কবিতা নেই
তবে সময় মতো বছরে একদিন বার্থডে পার্টির কোনো হেরফের নেই
তাই বলি, শুধু শুধু ওদের গালি দিয়ে কোনো লাভ নেই।
গালি যদি দিতেই হয় মশায়, নিজেকেই আগে গালি দিয়ে নিজের মুখোশ ছিড়ে ফেলুন
রাজনীতিতে নীতি আনুন, তেল দেওয়া ও নেয়া থেকে দূরে থাকুন
পরিবারকে সময় দিন, অনেকতো হলো মশায় , এবার কিছু ধর্ম কর্ম ধরুন
শুধু শুধু সময় নেই না বলে, একজন ভালো বাবা -মা হয়ে ওঠার শপথ করুন