মায়াবিনী চাঁদের অপেক্ষা।
[“It’s not what you look at that matters, it’s what you see.” Henry David Thoreau.]

দ্যাখো স্বপ্নালু চোখ সীমানা তার যে সোনালি,
নির্দ্বিধায় আছি চাঁদের ভালোবাসা নিয়ে জলের বুকে,
অহমিকাহীন অপেক্ষা ঘাস ফড়িং, লাল কাকঁরা,
রাত জাগা মানুষ ও পাখিদের মোর সাথে মিতালী।

ভুলে থাকা সহজ, দিন শেষে সূর্যের প্রখরতা।
আর কতো যে কঠিন পাথরের চেয়ে;
তোমাকে ও মায়াবিনী চাঁদের একাকী থাকার প্রবনতা।
সমুদ্রের হাতছানি, নিরব অন্ধকারে আমি দ্যাখি,
তুমি কাঁদছো বাঁশঝাড়ের পত্রহীন এক কঞ্চি,
আহা! সুরেলা পৃথিবী এ গভীর রাত্রিতে বিনিদ্রিতা,
তুমি ফিরিয়ে নিয়ে এসো নিরবিচ্ছিন্ন স্বস্তি!

অহমিকাহীন অপেক্ষা ঘাস ফড়িং, লাল কাকঁরা,
রাত জাগা মানুষ ও পাখিদের মোর মিতালী।

Courtesy: Rawene Ibrahim > Saad Saad
Inspired by : Carla Summers.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন