ভুলে যাচ্ছি
একটু একটু করে আমি হাসতে ভুলে যাচ্ছি!

একটু একটু করে পৃথিবীতে অনেক কিছুই তো ঘটে যায়
পাথর ক্ষয়ে যায়, তপ্ত লাভার বুকে সবুজ ঘোষণা করে তার জীবন
একটু একটু করে গ্লেসিয়ার তার সবটুকু শীতলতা হারিয়ে হয়ে উঠে আগুন সাহারা
তাজমহল গড়ে উঠে, এক অভিলাষী ভালোবাসার স্মারক!
সেই নীলিমা হারিয়ে যায় কোথায়—-
খসে পড়ে তার স্বপ্নবিদ্ধ আঁচলের ঘ্রাণ, মুদ্রার পিঠে দেদারসে বিকোয় পুষ্পিত বুকের সুগন্ধি!
একটু একটু করে কতকিছুই তো–
আর আমি কিনা শুধু হাসতেই ভুলে যাচ্ছি!

হয়তো একদিন ভুলে যাবো নামের এই আদ্যাক্ষর, পূর্বপুরুষ, এই শহর, নির্মেঘ দুপুর…
বিষাদের জীবন তারে ঝড় তোলা বেদ বাক্যের মতো অভিজ্ঞতার ব্যাকরণ, সব…
ভুলে যাবো!

কোনোদিন কোথাও কি ছিলো কোনো সুখ কথা?
জানি আমি ঠিকঠাক ভুলে যাবো তাও সব
সাগরের বুক জুড়ে, চন্দ্র পোড়া জলে নিশুতি গল্পের অতিকথন—
ভুলে যাবো!

এক স্মৃতিহীন আলয়ে, যদি হয় পুনর্জন্ম হোক
আমি ভুলে যেতে চাই এই মাটির অন্তরে লুকানো সকল জন্ম ব্যাথা!
ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই—
আমি—!!

_____ফরিদ / জানুয়ারী ২৬, ২০২২

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন