ভালোবাসি না, ঈশানকোণে ঈর্যা করি।
[ Grishkin is nice : her Russian eye
Is underlined for emphasis – T. S. Elliot]
**♥♦*+***♥♦♠♣♣***++++
ভুলে যাই, হিমজলে নামলেও জ্বলে উঠি।
তোমায় দ্যাখি কি যে সুন্দর লাজুক ঘুমাও!
এ জামদানি শাড়ি, কোথায় পেয়েছো তুমি?
নীলের ক্ষেতে, নাকি পন্নীদের জমিদার বাড়ি!
আমি তোমায় বলে দিতে পারি
লাইন ধরে, কোন শাড়ি কোথাকার শাড়ি?
হাত বাড়াও, দ্যাখি কোন তারা খসে পড়েছিলো!
কোন তারা ঘসে নিতে চায় তোমার ভাগ্যদেবী!
কোন তারার বাহুলগ্না তুমি, তোমার মিতালী!
তুমি তো জানোই, সত্য বলা শিখিনি
জোসনায় জোনাকীদের সাথে আমার বসবাস।
কথনো প্রেমপত্র ন্যানো সেকেন্ডের জন্যেও লিখিনি
শুধু শিখেছিলাম, “ভালোবাসায় সুন্দর সর্বনাশ।”
ভুলে যাই, হিমজলে নামলেও জ্বলে উঠি।
তোমায় দ্যাখি কি যে সুন্দর লাজুক ঘুমাও!
তাই ঈশানকোণে ইষৎ ঈর্যা করি।*
* আজ মন ঠান্ডা, বোধহয় একটি সুন্দর কবিতা লিখতে পেরেছি।
মডেলঃ দূর থেকে আমি তাঁর হাতে কি আছে বলেছি।