আমি আছি তাই-
আর্তচিৎকারে রক্তক্ষরণ করি
ভালোবাসি- ভালোবাসি- ভালোবাসি-
মাথার ভেতরে ঘোরে
ভালোবাসার নচ্ছাড় পোকা।

আমি আছি তাই-
না চাইতেই পাওয়া
ভালোবাসার উজানে দিকভ্রস্ট
কম্পাসহীন নাবিক তুমি।
মৎসকন্যার যাদু আর
জলদস্যুর উৎপাতে
বিদির্ন আমি তোমাতেই
করি- সর্বস্ব দান।
পায়ে ঠেলে দাও
অযাচিত অনুভূতি।

আমি আছি তাই –
শব্দহীন রাতের গভীরে
মনের কথাগুলো এলোমেলো
শব্দ হয়ে ইথারের মাঝে
উড়ে যায় – তোমার কাছে।

আমি আছি তাই-
অপেক্ষার মিনিটগুলো
সোনালী ডানার চিল হয়ে
দুহাত মেলে পাড়ি দেয়
মেঘের দেশে।
সময়ের দাম হয়
এক পয়সা।

আমি আছি তাই-
তোমার অক্ষমতা আর ক্লেদ
স্থান পায় আমার উপরে চাপিয়ে
দেয়া দোষে।
নিজেকে ঈশ্বর ভাবতে পারো
আমারই পূজো- প্রসাদে।

আমি আছি তাই-
কর্মযজ্ঞ সাধনে –
হৃদয়ের শূন্যস্হান –
অনুভূতিগুলোর আশ্রয়
আর ছুঁড়ে ফেলে দেওয়া
অপ্রয়োজনে।

আর আমি যখন নেই
পশ্চিমী গৃহপালিত গাভী-
দুধের নজল পড়ানো
ভালোবাসাহীন অন্ত:স্বত্তা
বেঁচে থাকার জন্য খাদ্য
বস্ত্র, বাসস্থান
আর সকল দুধের আধার শেষ হলে
কষাই এর লকলকে
রামদা।

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন