প্রভুর কাছে চলবে নাকো
কোন রকম ছল,
হৃদয় ভাঙার হিসেব তিনি
রাখেন অবিচল।
একটি  হৃদয় ভাংগলে কেউ
ঝরলে চোখের জল,
সকল ছুতো, ছল-চাতুরির
রাখেন জমা ‘ফল’।

ইচ্ছে করে কাউকে দিলে
দুঃখ জগদ্দল,
যতই সে জন রয়না কেন
সুখেতে স্চ্ছল,
এক সকালে দেখবে জীবনঃ
স্তব্দ, হলাহল,
চোখের জলের প্রায়শ্চিত্তে
অশ্রু প্লাবন, ঢল।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন