নববর্ষ

জাকারিয়া মুহাম্মদ ময়ীনউদ্দিন.
রেজিস্টার্ড সোস্যাল সার্ভিস ওয়ার্কার, টরেন্টো, কানাডা

————-

নাইবা হলো পান্তা খাওয়া, নাই বা হলো ইলিশ,
ঘড়ে পরে থেকে ঘুমাই শুধু মাথায় দিয়ে বালিশ,
চারিদিকের যত মৃত্যু দেখিয়া পালিয়ে যায় যত মোদের আনন্দ,
দূর হয়ে যাক করোনা ভাইরাস, দূরে হয়ে যাক মোদের পশুত্ব
নিজেদের মাঝে ভুলিয়া দ্বন্দ্ব আজ বেছে নিলাম এই ছন্দ।

মৃত্যু ভয় কার না আছে, হোক না যত পাপী তাপি,
তাই বলে কি অনায়াসে মোরা করোনা ভাইরাস এর কাছে জীবন দিবো সপি ?
ওরে আয়, এসেছে সময় মন দিয়ে সবে ঈশ্বরের নাম জপি ,
একটুখানি হয়ে সচেতন , কাছা কাছি থাকা একেবারে বারণ
আচ্ছামতো সাবান দিয়ে ঘষে ধুয়ে নেই মুখ হাত
বাহিরে পরার কাপড় ছাড়িয়া পাতে নেই ডাল ভাত।

ডাক্তার ভাইদের কথা ভেবে ভেবে চোখে আসে লোনা জল,
বাজি রেখে জীবন দিচ্ছেন সেবা, আহা! মনে কত তাঁদের বল,
তোরা ধোনি যারা , কাড়ি কাড়ি টাকা অযথা উড়ায়ে, আপনকে করেছিস পর
তোদের কাছে করি এ মিনতি, গরিবের পাশে থাকার হোক না সুমতি
দানে নাহি ক্ষয়, মনুষত্বের জয় , ওরে মানবতাকে তুলে ধর, ওরে মানবতাকে তুলে ধর।

পূর্ববর্তী নিবন্ধএখন করোনাকাল
পরবর্তী নিবন্ধবর্ষ বরণ
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন
জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন (জন্ম: ১৯৬৬ ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হয়ে দেশীয় ও আন্তজার্তিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন এবং তখন থেকেই লেখালেখিতে মনোনিবেশ। তবে লেখালেখি শুরুটা ছিল সেই হাইস্কুল জীবনে পাড়ার বড় ভাইদের প্রকাশিত ম্যাগাজিন 'অবসর' নামক পত্রিকার মাধ্যমে। ২০০৩ সালে কানাডায় সপরিবারে স্থায়ী ভাবে বসবাস শুরু করে, আবারও পড়াশুনা, প্রথম Humber College থেকে সোশ্যাল সার্ভিস বিষয়ে দুই বছরের ডিপ্লোমা, পরে University of Guelph থেকে ফ্যামিলি & কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে আবারও উন্নয়ন কর্মী হিসাবে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসাবে ২০১০ সাল থেকে অদ্যাবধি টরেন্ট ভিত্তিক বিভিন্ন অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরীর করছেন । লেখকের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক গল্পপ্রবাসী ব্লগ, কানাডা ভিত্তিক একটি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় এবং মাসমিডিয়াতে ব্যাপক সাড়া পাওয়ার পরে ঢাকায় ২০২৩ সালের একুশে বইমেলায় লেখকের তিনটি বই হোমলেস, সিঙ্গেল মাদার, জোসনা ম্যানশন উপন্যাস আকারে প্রকাশিত হয় । বর্তমানে হাউজ হাজব্যান্ড নামে লেখকের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কে উপন্যাস হিসাবে ২০২৪ সালের ঢাকা একুশে বইমেলায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে । মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকের একটি জনপ্রিয় গল্প 'শেকড়' ২০২১ সালে বাংলাদেশের বুকল্যান্ড প্রকাশনা থেকে ৫০ লেখকের ভাবনা নিয়ে পঞ্চাশে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। গল্প/উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ লেখা ছাড়াও খেলাধুলা নিয়েও লেখকের অনেক লেখা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন