The Satellite and a fallen Meteorite.
দূরাকাশের অমৃতাংশু, ও খসে যাওয়া উল্কা।
**++***++++**+++
বহুদূরে পড়ে আছে ভালোবাসা,
নিজস্বতায় একাকী বাঁশঝাড় পাশাপাশি
শোয়া আর অাধা শোয়া।
কেউ ঘুমায় না। আমি তো নাম মাত্র, মৃত্যুর পূর্বেই গত।
নিররে একাকী, থেকেছি পাশাপাশি।

এখনোও ঘুরে আসি অগোচরে, অলক্ষ্যে! শুধু পাখি, পাতা আর গাছের ছায়া জানে, আর কেউ না।
আমার চে’ তৃতীয় ব্যক্তি কেউ খোঁজে না।
” বিকেলে ভোরের ফুল” ঠিক থাকে না।
আমরা যে মুদ্রার এপিঠ ওপিঠ, রক্তরেখা, রস, বিষয়, চেতনা, হাতের লেখাও খুব অসাদৃশ্য নয়,
বিনিদ্রিতা শোন! এমনি কি স্বর ও সুর!!

তারতম্যে একই জঠরের ২০ বছরের অমৃতাংশু,
অন্যটি উল্কা। খসে পড়ে সহস্র বছরে সময় নিয়ে,
দ্যাখা দেবে আবার ভিন্নতর আকাশে।
কোন কিছুই একদম মুছে যাবে না।
স্পেস টেলিস্কোপেও ধরা খাবে না।
শোয়া আর অাধা শোয়া।
বিনিদ্রিতা! কেউ ঘুমায় না।
শুধু পাখি, পাতা আর গাছের ছায়া জানে,
আর কেউ না।
আমার চে’ তৃতীয় ব্যক্তি কেউ খোঁজে না।

“জেনেগেছি আমাকে তোমার নিষ্প্রয়োজন,
সেই অবিচ্ছেদ্য তুমি, আমারই অংশ।”

Hazm1

Courtesy: Bonnie Wolf, my artist friend.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন