ইচ্ছা
-জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন

নিত্যদিন মৃত্যুর মিছিল দেখে, অথবা
ফেসবুকের পাতায় পাতায় ইন্না নিল্লাহে ….রাজেউন লিখতে যেয়ে
পালিয়ে যেতে মন চায় ।

যেখানে অযান্ত্রিক সভ্যতা মানুষকে কাঁদায় এবং হাসায়
খালবিলের পাশে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা নিরীহ কলমি লতাগুলি
শাপলা, শালুক , পদ্ম ফুল প্রভৃতির সাথে মিলেমিশে
বিলের ভদ্র বাতাসে আন্দোলিত হয়ে বিলের শান্ত গম্ভীর পানিকে বিশ্বাসঃ করে
আকুপাকু করে মনে কথা বলে তৃপ্তি পায়,
মাথার উপর দিয়ে করোনা মুক্ত নীল আকাশে
কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়াই দেশ থেকে দেশান্তরে
শীতের অতিথি পাখিরা শৃঙ্খলতার সাথে নির্বিকার ভাবে ঘুরে বেড়ায়
তুমি নিবে কি আমায় বলো নিবে কি আমায় সেথায় !!!

**************************************************

ইচ্ছা
-নদী রহমান

আমি যেতে চাই, অন্য কোথাও,
অন্য কোনখানে
যেখানে ধানের শীষে শিশির জমে
যেখানে বউ কথা কও পাখি ডাকে আনমনে
যেখানে বিলের জলে পুটিমাছ লালপেড়ে শাড়িতে উচ্ছ্বসিত আবেগে।
যেখানে ঝুম বৃষ্টিতে রিনিঝিনি রংধনু সাজে
এই বদ্ধভুমির বাতাসে আমার মরা গন্ধের ভয়
এখানে মিথ্যাচার আর অসূচির অবাস্তব অভিনয়
এখানে থেকে গেলে আমার হাড়ে কেঁচোর বিষ্ঠা, ঘাসফুলের জটলার দাগ দেখতে পাবে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন