নির্বংশতার স্মৃতি নিয়ে রাস্তার পাশে একা দাঁড়িয়ে দেবদারু
আমাদের জিডিপি বাড়ে,
আমাদের শরীরে হরিণের চামড়া শোভা পায়
আর—
নিঃস্বতার গল্প হয়ে,
পাখিরা হারিয়ে যায় স্বাক্ষীহীন আঁধারে!

শুরুটা বেশ পুরনো আমাদের
আত্মদহনে বিভোর সূর্যের আশীর্বাদে—
আমরা সময়কে গুনতে শিখি ছায়ার মাপে
আমাদের মস্তিষ্কে শুরু হয় গণিত সভ্যতার চাষ
ঈশ্বরেরা জন্ম নেন নব নব রূপে
দিনপঞ্জির পাতা উল্টায়,
কিন্তু তাদের নামে আমাদের যুদ্ধ আর কখনো থামেনা!

মেগা শহরের নিয়ন এই আলোর নিচে আমাদের মনন—
এখনো বেশ বর্বরতার গন্ধ ছড়ায়, যেমন ছিল ঠিক গুহামুখে!

ছোট্ট এই ঘর—
বাজারের ফর্দের মতো,
দিনপঞ্জির পাতারা এখানে নিত্য হারিয়ে যায় বেমালুম
কিন্তু তুমি যে ঠিক তেমন নও ‘নববর্ষ’
‘গ্রেগোরিয়ান দিনপঞ্জির নববর্ষ’—
তুমি তো তেমন নও কোনোদিন!

পরিবর্তন আসুক বা না আসুক–
‘আনন্দ আমাদের দরকার’, ভীষণ দরকার
স্বপ্ন ছাড়া আমরা যে বাঁচতে পারি না
রক্তে আমাদের মিশে আছে বেনিয়া বৃত্তির অতি প্রাচীন মন্ত্র
বৃদ্ধা হরিমোনের দীর্ঘশ্বাসকে পুঁজি করে হলেও—
বানিজ্য আমাদের চাই ই চাই!

আতশবাজি কখনো আলো হয়ে ফুটে ওঠেনা—
আমাদের বোধ আর বিবেকের রাজ্যে
তবু তুমি নিশ্চিন্ত থাকো ২০২২
তোমার আগমনে আকাশ কাঁপবেই
হরিমোনের ঝুপড়িতে বাতি জ্বলুক আর না জ্বলুক
আলো-আঁধারিতে ঘেরা চিয়ার্সের টেবিল সাজবেই!

স্মারকের স্বাক্ষর রাখতে—
কিছু মহারথীর বাণী তরঙ্গায়িত হবে ঠিকঠাক প্রথায়
‘অনুদানের মাহাত্ম্যে নিজেদের বিভূষিত করে—
বাসি খাবারের মতো,
সভ্য(?) ধনীরা গরীবদের(?) উদ্দেশ্যে ছুঁড়ে দিবে
‘প্রায় মেয়াদোত্তীর্ণ’ কিছু ভ্যাকসিন!

গ্লোবাল ভিলেজ(!), বন্ধু এখানে সবাই
এমনই তো দাবী হাল সময়ের
তাই এতোটুকু হৃদ্যতা না দেখালে কি চলে আমাদের!?
এইতো চলছে, এমনই তো চলবে—

তবুও—
তুমি এসো নববর্ষ, সাড়ম্বরেই এসো—
আমরা যতটা হই নিরাশ, সুদূর নক্ষত্রে তাকিয়ে
তারও চেয়ে শক্ত করে বুক বাঁধি আশায়
স্বাগতম তোমায়!!

⬛⚫ স্বাগতম ২০২২
_______ ফরিদ / ডিসেম্বর ৩১, ২০২১

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন