সোনাবউ তুমি কেমন আছো?
আনতে কি যাও জল?
নূপুর পায়ে সকাল সাঝে
এখনো কি বাজে পায়ে মল?
হাতটা তোমার মেহেদি রাঙ্গা
আলতা ছিল পায়ে
এখনো কি হেটে বেড়াও
দূরের কোন গাঁয়ে?
পানে হতো ঠোঁটটি রাঙ্গা
বাজতো চুড়ি হাতে
ফিরতো কৃষক হাটে থেকে
আলতা নিয়ে সাথে।
এখনো কি রাঁধতে বসো
লাকড়ি দিয়ে চুলায়?
গা আর পায়ে এখনো কি
জড়িয়ে থাকে ধুলায়?
হাসতে তুমি উজার করে
প্রাণটা দিতে খুলে
গল্প কথায় থাকতে মেতে
উঠতে যেন দুলে।
এখনো কি চোখে কাজল
মুখে সোনার হাসি
কৃষক কি সেই আগের মতো
বাঁজায় দূরে বাঁশি!
এখনো কি কদম গাছে
ফোটে কদম ফুল
দক্ষিণ হাওয়ায় সোনা বউগো
ওড়ে তোমার চুল!
বকুল ফুলের মালা গাঁথো
পরো খোঁপায় চুলে
বাপের বাড়ির কথা কিগো
গেছো নাকি ভুলে!!
ভাইটি তোমার দাঁড়িয়ে আছে
আসবে বলে বোন
তাকে তুমি ভুলেই গেছো
বুকের মানিক ধন!!

(ছবি:- সৌজন্যে Pinterest)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন