এমনি রাতেই ডাকো কেন তুমি? ভেবে তো দেখিনি কখনো!
নক্ষত্রপথ জ্বলজ্বলে অথচ আমার নিরাশায় তাবৎ পৃথিবী ক্রন্দনরত, হ্যামলেটের অষ্ফুট
না পাওয়ার বেদনা তোমার কষ্ঠের শেষ কিনারায় আজ,
তুমি দূর থেকে শাখা সিঁদুর ফেলে আমার গন্তব্যে হেঁটে এলে নিশি!
সমাজ সংসার মিশে একাকার, পরমসাগর দীঘিজলের ঐ আর্কিডিয়া,
আমি তাকে বিপ্লব বলি,
বলি প্রেম না হয়- গৃহত্যাগী কোন এক অজানা চে’,
আজ নোনাজলে ভিজিয়েছি
কাঁটা ঘা! পুড়ছে না, বরং ভালোবাসার প্রলেপে ঠিক এমনি লাগে! একটু একটু ব্যথা,
হয়তো তীক্ষ কোন সুঁইয়ের নির্লিপ্ততা সইতেই হবে সারাজীবন।

Photo credit: Nawal Choco

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন