কৃষ্ণচুরার টকটকে লাল তাহার কোমল ঠোঁটে
ঘন চুলের বনরাজি উঠান জুড়ে লোটে
চটুল চপল খুন সুটিতে
আচঁল ঢাকা ফুল লুটিতে
নষ্ট নেশায় মাতাল হাওয়া উলট পালট ছোটে
পিঠে তাহার অমল ঢেউয়ে সময় মাথা কোটে।
কৃষ্ণচুরার টকটকে লাল তাহার কোমল ঠোঁটে।

মুহুর্ত কয়েক যাও গো বসে ও গো অচিন প্রিয়
ক্ষণিক তোমার চোখের ঝলক আমায় দেখতে দিও
খরতাপের ঘোর দুপুরে
যে পথিকের রৌদ্র পুড়ে
শীতল জলের অন্জলীতে শ্বেত শতদল ফোটে
তাহার প্রানের প্রসন্নতা আমার যেন গো জোটে ।
কৃষ্ণচুরার টকটকে লাল তাহার কোমল ঠোঁটে।

সেপ্টেম্বর ১৮,২০১৫
সান এন্জেলো, সরেন্টো, ইটালী

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন