প্রতিটা মূহুর্ত একটা আবছা আবেশ

ছুঁয়ে ছুঁয়ে যায় মেঘের দেশ

কোন এক ক্লান্তি নিবেশ

আমি ছুটে চলি, ছুটে চলি আপন মন

কোথায় জেনো এক আলোর ছটাক

অজানা মনের কোণে, কি জেনো খুঁজি ফিরে

হয়ত কুয়াসার ছলে, হারিয়ে যায় গহীন অতলে।

তবু ফিরে! ফিরে!

মন ছুঁতে চায় সেই নিরুদ্দেশ।

ধৈর্য্যের ওপারে সুখ আছে? এগোই মন্থর অপরাধী পায়ে

ফের নব প্রভাতের আশায় কাটিয়ে দেই একাধিক বিভাবরী,

অনির্ণীত আশাগুলো থাকে অবসন্ন শুয়ে,

অনির্বেদ দিবাকর হট্টহাসি দিয়ে

দিনের আলোটা দেয় সহসা নিভিয়ে;

অথচ সুর্য দেখব বলে কাটিয়েছি একেকটি দিন,

আলো বুকের ভিতর রেখেছি জড়িয়ে।

শুধু মন ছুঁতে চায় সেই নিরুদ্দেশে

শেষের পথ কোথায়? আর   পথের শেষ কোথায় ?

হারিয়ে যায় মন করে উচাটন

ছুটে চলি আপন মন———

 

-*** নীলিকা নীলাচল***

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন