A Full Moon’s Catastrophe!
এক পূর্নিমার সর্বনাশা অন্তর অলিন্দে!
**-**********–*****-***
এ যে ব্যথা করা রাতের আকাশ,
তোমার অন্তত দুঃখে নিও
আমার হিসাব নিকাশ,
নিকষিত জলের ছায়ায়,
অশরীরী তোমায় দ্যাখি!
কম্পাসে মাপি চারধার,
ষোলকলা পূর্ণ করো পূজারীর নির্দেশ,
শরীর আমার তেমনি আছে,
আত্মা যে বহুকালে নিরুদ্দেশ!

চারিদিক ঘন অন্ধকারে আমায়
তুমি ডাকছো কেন উজালা শরীরে,
দুরে না হয় থাকি চাঁদ হয়ে, জল-বরফে ভালোবাসা পাই, ঠান্ডা গবলেটে
চুমুকের মতোন ধীরে ধীরে!

Beautiful full moon right now in Florianópolis at Brazil.

Courtesy: Alex Nogueira Neto

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন