দুবাই থেকে:-

– চাঁদ দেখবে ?
– বোকা ছেলে, অমাবস্যার রাত।
– চলোনা বৃষ্টিতে ভিজবো,
– হুম এই খর তাপের মধ্যে ?
– ইচ্ছে হচ্ছে সমুদ্রের গর্জন শুনতে,
– হাহাহা পুকুর পাড়ে বসে সমুদ্রের গর্জন,  বেশ ভালো বলেছো।

– আমিতো চাঁদ দেখতে হলে কখনো চন্দ্রিমা রাতের অপেক্ষা করতে হয়না, বৃষ্টিতে ভিজতে হলে বর্ষার জন্য অপেক্ষা করতে হয়না খর তাপের মধ্যেও, কিংবা সমুদ্রের গর্জন শুনতে হলে সাগরের কাছে যেতে হয়না ….
কারন, যে দিন তোমাকে পেয়েছি সেদিন থেকে আমি একটা ছোট্ট পৃথিবী পেয়েছি,  যেখানে  সব কিছু তোমার মাঝে পেয়ে থাকি।

ভাল থাকুক জোনাকি….

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন