আরও কিছুটা পথ হয়তো বাকী
পাঠশালার কিশোরের মতোই তাই
সকাল-সন্ধ্যা এখনো—
এখনো হাঁটি সেই কোনো পথে, অজান্তেই কিছুটা
কিছুটা অভ্যাসের নিদারুণ বসে
সমুদ্র নিথর, দুয়ারে নাড়ে না কড়া আর উচ্ছ্বাসী ঢেউ
কফিনে ঘুমিয়ে স্বপ্ন বিদ্ধ সেই স্বর—!
এখনো তবু পথ হাঁটি ঠিক, কেন জানি না
এই জমিনের পর!

আঙিনার গোলাপেরা হাসে না এখন আর সবিশেষ তেমন
চৈতালী রাত নিঝুম পড়ে রয় কার্নিশে একা
দৃষ্টিরা কি খোঁজে কোথায় সীমাহীন দূর—
খোলা বাতায়নে তেমন খেলে না আর—
তেমন খেলে না আর, মেঘের বুক চিরে নেমে আসা, অবশিষ্ট এক ফোঁটা রোদ্দুর!

দিনগুলো আর বাঁধে না বাসা তেমন হিসেবের বুক পকেটে
সিথানের ঘড়ি বলে কতোদিন হলো—
তুমি ফিরাওনি ও-মুখ আমার মেট্রোনমে!

তবু কেন জানি না—
ভোরের স্বভাবী ডাক টেনে নেয় পথে
সেই কোনো পথ চিরচেনা—
কামিনীর ভেজা দৃষ্টিতে পড়ি
ঠোঁটে ঠোঁট রেখে, কতোটা ঋণ খেলাপী রয়েছি এখনো আমি—
তোমার ভালোবাসায় এক অবুঝ কিশোর পাখি!!

## অবুঝ কিশোর
_____ ফরিদ / ফেব্রুয়ারী ৮, ২০২২

১ মন্তব্য

  1. ফরিদ তালুকদার ভাইর কবিতার আমি একজন অন্ধ ভক্ত। এতো ভালো লেখেন তিনি!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন