একটু দাঁড়াও, কে তুমি? থমকে আমি দেখছি তোমায়!
ফুল দিচ্ছো? কাদের করছো উতস্বর্গ!!
ফিরে যাও,
তোমার হাত যেন স্পর্শ করেনা শহীদ বেদী
আর নয় অপমান আমার রক্তে ভেজা বর্ণ মালার।
রক্ত দিয়েছি বলে চিৎকার করো
তুমি রক্ত চোষা।
ছোঁবেনা তুমি এই বেদীর ফুল।

আমাদের মা বাবা,ভাই বোন প্রেয়সী, বন্ধু স্বপ্ন ছিল,
তারা সব নির্বিকার, কথা তো ছিল আমার ফিরে আসিবার।

হে নবীণ তোমরা শুনো, তোমরা জানো
তোমাদের পবিত্র হাত যেন ছুঁয়ে দেয় মিনারের ফুল
হারাতে দিওনা আমাদের গান আমার কথমালা
প্রানে গেঁথে রেখো মোর প্রিয় বর্ণমালা।

একুশ আমার শির উঁচু করে দাঁড়াতে শেখা
একুশ আমার দরদী ভাইয়ের রক্তে মাখা।
রক্ত কালিতে লিখে গেছে যারা তাদের নাম
অংগীকার হোক আজ রাখিব তাদের মান।

(ছবি – Google)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন