হটাৎ করে আপনার ফোন বাজে উঠলো , আপনি আপনার ফোনের কলার আইডিতে দেখলেন যে আপনার হাসব্যান্ড বা ওয়াইফ এর নাম্বার। স্বভাবতই আপনি ফোনটা রিসিভ করবেন। কিন্তু তখন টেলিফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসবে অপরিচিত নারী বা পুরুষ কান্ত কণ্ঠ। যে নিজেকে কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্ট হিসাবে পরিচয় দিবে , এবং বলবে আপনার হাসব্যান্ডের বা ওয়াইফের ফোনটা এখন তার হাতে, কারন উনি এখন CBSA এর  হেফাযতে । সে আপনাকে আরো জানাবে যে আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কে আটক করা হয়েছে। আপনাকে ভয় দেবার জন্য এও বলা হতে পারে যে , সম্ভবত  উনি কোনো ক্রিমিনাল এক্টিভিটির সাথে জড়িত। তাকে ছাড়াতে হলে এই মুহূর্তে “বিগ কায়নে ” মেশিনে একটি নিদৃষ্ট এমাউন্টের টাকা ডলার জমা দিতে হবে। তবে টাকা জমা দেবার পদ্ধতি ক্ষেত্র বিশেষে ভিন্নও হতে পারে। তা নাহলে তাকে আটক অবস্থায় রাখা হবে। এমন কি টাকা না দেয়া পর্যন্ত আপনি তার সাথে কথা বলতে পারবেন না।

এমন অবস্থার সম্মুখীন হলে সাথে সাথে টাকা দেবার সিদ্ধান্ত নিবেন না। কলারকে আপনাকে কিছুক্ষণ পর ফোন করতে বলুন এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন কানাডার কোনো সরকারী সংস্থাই আইন প্রগোয়ের ক্ষেত্রে এতটা কঠিন নয়। এমনকি সত্যিকারের অপরাধিকেও তার আত্মপক্ষ সমর্থনের সমান সুযোগ এখানে দেয়া হয় ।

 

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন