“মুদ্রা” শব্দটি বহুলব্যবহৃত। মুদ্রা মানে টাকা, আবার নৃত্যের অঙ্গভঙ্গিকে মুদ্রা বলা হয়, অন্যদিকে একই অঙ্গভঙ্গি বারবার বা কথার মাঝে একই শব্দ উচ্চারণ করলে তাকে আবার “মুদ্রাদোষ” বলা হয়। আমার এক মামা ছিলেন বাঘেরহাট বাড়ি, তিনি কথার মাঝে প্রতি বাক্যের প্রথমে বলতেন, ” আলটিমেটলি”। আমরা ডাকতাম আলটিমেটলি মামা।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ” গণতন্ত্র” শব্দটিও আমাদের বাঙালি জাতির নেতাদের মুদ্রাদোষে পরিণত হয়ে গেছে। একদল গিলছে, গিলছে আর সমস্বরে বলছে এটাই গণতন্ত্র। আর একদল গিলতে পারছে না, অনাহারী চেহারা নিয়ে ক্ষীণ দুর্বল কণ্ঠে চিঁ চিঁ করে বলছে গণতন্ত্র গেল গেল। আসলে আমরা গণতান্ত্রিক জাতি নই, গণতন্ত্র কি তাও বুঝিনা, গণতন্ত্র শব্দের মুদ্রাদোষের জাতি।
,,বিশ্বজুড়ে মহামারী, আজ মৃত্যুর মিছিলের যোগফল ২লাখ ২হাজার, কাল যোগফল আরো বাড়বে।
,, বাংলাদেশে মৃত্যু সংখ্যা শতকের ঘর ছেড়ে হাজারের ঘরে ধাবমান।
,, একদল বলছে এগুলো গণতান্ত্রিক মৃত্যু!!! আর একদল বলছে তাঁরা ক্ষমতায় থাকলে গণতন্ত্রের বালাখানা বানিয়ে করোনা-কে সেই গণতান্ত্রিক বালাখানায় ঘুম পাড়িয়ে রাখতো। গণতন্ত্রের জনগণকে ছুঁতেও দিতো না!!!!
,,,আর আমরা গণতন্ত্রের পোকামাকড়’রা প্রতি মূহুর্তে আতঙ্কে আছি,,,
মুদ্রাদোষের গণতান্ত্রিক দেশে।
,, করোনা হয়ে মরবো? না, অনাহারে মরবো “?

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন