আকাশ চুরির গল্প
আকাশ চুরির গল্প

আমরা পুকুর চুরির অনেক গল্প শুনেছি । এখন চলছে সাগর চুরির পালা । ইদানিং বাংলাদেশে ব্যাংকগুলো হতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে । এ টাকা জনগণের , এ টাকা ফেরত পাবার চান্স নাই বললেও চলে । তাই এটাকে সবাই সাগর চুরি বলেছে । এখন আমি কিছু আকাশ চুরির গল্প বলবো । আমার এক ডাক্তার বন্ধু ২ টি সরকারি চাকরি করেন, একটি সিটি কর্পোরেশনের ডাক্তার, আরেকটি হিল ট্রাক্টস-এর ডাক্তার । ২টিই ফুল টাইম এবং ক্লাস ওয়ান গেজেটেড অফিসার । সে হিল ট্রাক্টস-এ মাসে ২ দিন যায় । কিন্তু ২ জায়গায় সে পুরু বেতন পায় । চাকরির এ আকাল-এর দিনে এটি আকাশ চুরি ছাড়া আর কিছুই নয়। আমার আর এক ডাক্তার বন্ধু সৌদি আরব -এ চাকরি করেন । তিনি আবার বাংলাদেশ-এ হিল ট্রাক্টস -এ মেডিকেল অফিসার । প্রতি বৎসর দেশে গিয়ে তিনি হিল ট্রাক্টস -এ মেডিকেল অফিসার হিসেবে বেতন তোলেন । এগুলোই হলো আকাশ চুরির গল্প ।

পরিশেষে বলছি, আমরা বাঙালি, আমাদের মন খুবই নরম । তাই আমরা কোনো দুর্নীতির জন্য সাজা দিতে পারি না  সেজন্য অনেকে গুরুতর অপরাধ করেও অনায়াসে পার পেয়ে যায় ।
-মোহাম্মদ জয়নুল আবেদীন

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন