p4

সাম্প্রতিক বাসা বদল, কাজের বেস্ততা এবং এবারের স্প্রিং এর অবাওয়াহার গড়িমসির কারণে মনটা বেশ অস্থির হস্ছিলো, তাই আমার সুপ্রিয় ভাতিজা মুগ্ধকে নিয়ে একটি তড়িত পরিকল্পনা করে ঠিক করলাম যে ২/১ দিনের জন্য কোথাও নর্থ থেকে ঘুরে আসব। ঠিক করলাম এবার আগে ভাগেই ক্যাম্পিং শুরু করে দেই।  বেছে নিলাম Algonquin Provincial  Park . পার্কটি এত বড় যে এখানে প্রায় ৬/৭টি কাম্পে ১৮/১৯টি campground আছে।  এটি টরন্টো থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে Huntsville শহরের একটু উত্তর-পূর্ব দিকে Muskoka রিজনের পরেই। আমার বেচেলার জীবন থেকেই এই পার্কটিতে যাওয়া এবং প্রতি বছরেই যাই তবে ক্যাম্পিং এ ইতিপূর্বে মাত্র দু বার গেছি অফিস এর কলিগের সাথে।p1

খুবিই সুন্দর জায়গা, উচু নিচু বনের মধ্য দিয়ে HWY ৬০ চলে গেছে পার্কের পশ্চিম পাশ থেকে একেবারে পূর্ব পাশে, আর এই HWY ৬০র পাশ ধরেই campsite গুলি।এখানে back country camping ও আছে তবে সেখানে কেনু বা নৌকা ছাড়া যাওয়া যায় না। আমাদের campsite ছিলো Algonquin এর পূর্ব গেটের কাছে Pog Lake Campground. Campsite টি একেবারে ঠিক লেকের পাড়ে।  যদিও campsite গুলি মে মাস থেকে খোলা থাকে কিন্তু আমার ধারণা ছিল কিছু avid camper ছাড়া এসময়ে তেমন কেউ থাকবে না, কিন্তু I was absolutely wrong, প্রায় ৩০০ campsite এর কোনটিই free ছিল না। অধিকাংশ সাইট গুলিতে ফ্যামিলি ছিল। এবং এবার পরিচয় হলো এক ফ্যামিলির সাথে, তারা মাত্র ৫ মাসের বাচ্চা নিয়ে এসেছে German  থেকে।p5

আমরা রবি বারের দিন বেরি শহরের একটু পরে “en  route ” লাঞ্চের যাত্রা বিরতি শেষে থামলাম গিয়ে Algonquin এর West Gate এর একটু পরেই একটি লেকের পাড়ে অবস্থিত ” Portage Store ” এ।  ভাতিজা মুগ্ধ বলল বেলা যেহেতু অনেক বাকি অর্থাত দুপুর ২টার মত বাজে তাই এক বারে campsite এ না গিয়ে একটা canoe ভাড়া করে লেকের মধ্যে ছোট ছোট island গুলি থেকে ঘুরে আসলে কেমন হয়, আমি রাজি হোএ গেলাম। যেহেতু ২টার পর তাই খুব সস্তাতেই half dayর জন্য একটি canoe ভাড়া করলাম; অর্থাত মাত্র $২৯ এ. প্রায় বিকাল ৬তা পর্যন্ত অনেক ছোট ছোট island ঘুরলাম, বেশ গরম থাকায় লেকের মধ্যে ঠান্ডা হওয়া খুব ভালো লাগছিল। ভাতিজা মুগ্ধ ছোট একটি island দেখে সেখানে নামতে চাইল। canoe একটি গাছের সংগে বেধে নেমে পরলাম।  ভাতিজা রবিনসন ক্রুসোর মত ওটাকে আবিস্কার করতে লাগলো, আমিও আসতে আসতে কিছুক্ষণ হাটলাম আর মুড়ি/চিপস খেতে থাকলাম।লেকেও অসংখ লোকের সমাগম। জাগাটি খুব সুন্দর , যে কেউ একটু আগে আগে গেলে just Day trip এর জন্য যেতে পারেন।

যাহোক canoe জমা দিয়ে আমরা আরো ২৫ মিনিট গাড়ি চালিয়ে চলে গেলাম আমাদর campsite এ। প্রথমেই তরমুজ কেটে খেলাম, গরমে খুব ভাল লাগছিল।দুরুত Tent সেট আপ করে ডিনার সেরে নিলাম।  তার পর গোসল শেষ করে , নামাজ পড়ে গেলাম Algonquin এর পূর্ব gate পার হোএ ছোট শহর Whitney তে।  এটি এতই ছোট যে মাত্র ২/৪ টি দোকান ছাড়া কিছুই দেখলাম না তাই দ্রুতো রওনা হলাম একটু পূর্ব উত্তরে Lake Opengo র দিকে।  এই lake টি আবিষ্কার করেছিলাম ২ বছর আগে যখন গাড়ির তেল শেষ হোএ গেছিল তখন তেলের পাম্পের খোজে।  খুবই সুন্দর একটি জাগা। ওখানে গিয়ে সুর্য ডুবা পর্যন্ত থাকলাম।  অদ্ভুত Sunset দেখলাম।  লেকের পাড়ে  ছোট পাহাড় আর জঙ্গলের উপর থেকে সূর্যটা ধীরে ধীরে ডুবে গেল।p2

যাহোক চলে এলাম campsite এ।  নামাজ সেরে campsite এর মধ্যে একটু হাটা হাটি করে ঘুমোতে গেলাম। রাতে তাপমাত্রা ৮/৯ ডিগ্রী থাকায় ঘুম খুব ভালো হলো।  সকালে সুর্য ওঠার আগে পাখির ডাকে ঘুম ভেঙ্গে গেলো।  উঠে নামাজ পড়ে গেলাম লেকের পাড় ধরে হাটতে।  already অত সকালে অনেকে canoe নিয়ে বের হোএ গেছেন। কতগুলি ছবি তুললাম আর আশ পাশ দিয়ে হেটে কাম্পে ফিরলাম।খুব ভালো লাগলো সকালের হাটাটা।  ফিরে এসে নাস্তা সেরে চলে গেলাম Huntsville শহরের কাছে Deer Hurts Lakeside Golf Course এ। এটিই Muskoka র  সম্ভবত একমাত্র পাবলিক Course এবং সস্তা। lunch বিরতিসহ দুপুর সাড়ে বারোটা থেকে শুরু করে প্রায় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পুরা ১৮ Holeই খেললাম। বিকালের নাস্তা সেরে একটু রেস্ট নিয়ে রওনা হলাম টরন্টোর দিকে। কেটে গেল খুব সুন্দর দুটি দিন, মনটা ফ্রেশ হোএ গেলো এবং সবকিছুই হলো অত্যান্ত সস্তায়।22

এখানে আমাদের তোলা কএকটি ছবি দেওয়া হলো তবে আরো অনেক natural ছবি আমাদের FB এ আছে। Algonquin অনেক কিছু এক্সপ্লোর করার আছে তাই ভাতিজা বললো next time অন্তত এক সপ্তাহের জন্য আসতে হবে।  উলেখ যারা camper না তাদের জন্য ওখানে অনেক রিসোর্ট, মোটেল বা কটেজ আছে সেখানে থাকতে পারেন। টেকনিকাল কিছু সমস্যার কারণে ছবিগুলি পোস্ট করা গেলো না, in case you are interested  please visit the following webpage.

https://www.facebook.com/bzaman.mukul

ধন্যবাদ। মুকুল , টরন্টো জুন ১, ২০১৬

 

 

১ মন্তব্য

  1. মুকুল ভাই, খুবই সময় উপযুগী লেখা, ভবিষসতে আমার মত ক্যাম্পিং এর জগতে শিক্ষানবিশদের জন্য আরো টিপস, তথ্য এবং ছবি সম্মৃদ্ধ লেখা আশা করছি. ধন্যবাদ আপনাকে.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন