কানাডা চার ঋতুর দেশ।

শীত বসন্ত গ্রীষ্ম আর শরৎ। শরৎকে নর্থ আমেরিকায় ফল (Fall Season) বলা হয়।

সেপ্টেম্বারের ২১ থেকে ২৪ এর মধ্যে শুরু হয় ফলের।

শীতের আগমনী বার্তা নিয়ে আসে Fall

বদলে যেতে থাকে গাছের পাতার রং । গাছের সবুজ পাতা হয়ে যায় লাল, হলুদ, গোলাপী আর বাদামী রঙের। বদলে যায় প্রকৃতি। সে এক অপূর্ব সৌন্দর্য। সেই সৌন্দর্যকে উপভোগ করতে সৌন্দর্য প্রেমিকরা ছুটে যায় বনে বা পাহাড়ে। তবে এই সৌন্দর্যটা খুব অল্প সময় থাকে। মুলত সেপ্টেম্বারের শেষ সপ্তাহ এবং আক্টোবরের প্রথম দুই সপ্তাহ। এর পরে শীতের হাতছানিতে ঝরে পড়বে এই পাতা।

টরন্টোর কাছাকাছি এই  “Fall color view” দেখার মত জায়গা গুলির মধ্যে Muskoka আর Algonquin Park উল্লেখ যোগ্য।

IMG_1829 (Small) IMG_1830 (Small) IMG_1858 (Small) IMG_1886 (Small) IMG_1899 (Small) IMG_1906 (Small) IMG_1919 (Small) IMG_1920 (Small) IMG_1922 (Small) IMG_1942 (Small) IMG_1777 (Small)

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন