সিটি অফ টরন্টো তাদের Shelter, Support & Housing Administration ডিভিশনে প্রায় ২ও জনের মতো PT Client Service Worker পদে লোক নিবে। আবেদনের শেষ তারিখ ২২সে ফেব্রুয়ারী। PT চাকরি হিসাবে এটি একটি ভালো সুযোগ, $৩০/৩১ ঘন্টায় বেতন। আপনাকে কমপক্ষে ৪দিন available থাকতে হবে। জব ডেস্ক্রিপশনে যত কিছু লেখা থাকুক কাজটি আসলে অতো জটিল না, বরং অনেক কাজের থেকে সহজ। আপনি ১০০০ ঘন্টা পূরণ করার পরে স্থায়ী হয়ে যাবেন এবং সিটির অন্নান্ন FT কাজে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি সিটির ওয়েবসাইটে দেওয়া আছে, তারপরেও আমি এখানে তুলে দিলাম কারণ বিগত বছরে আমার জানামতে যতগুলি দেশি ভাইবোন এই চাকরি পেয়েছেন তাদের ৯০% সিটির পোষ্টিটি দেখেন নাই এবং তারা আমার দেওয়া এই সাইটের পোস্ট দেখে আবেদন করেছিলেন।
উল্লেখ গত বছরে এখানকার সদস্যের ৬/৭ জনের মত (যারা আমার সাথে যোগাযোগ করেছিলেন) লিখিত পরীক্ষায় আমন্ত্রণ পেয়েছিলেন। এদেরকে নিয়ে আমরা একটি প্রস্তুতি সেশন করেছিলাম এবং লিখিত পরীক্ষায় প্রায় ৮০ ভাগ প্রশ্ন আমাদের প্রস্তুতি সেশনের অনুযায়ী হয়েছিল। এর মধ্যে ৩ জন মৌখিক পরীক্ষার আমন্ত্রণ পান। এদের নিয়েও একটি সেশন আমরা করি। আল্লার রহমতে এদের দুজনের চাকরি হয়। এবারও আমরা ওই ধরণের সেশন করতে পারি যদি কেউ পরীক্ষার আমন্ত্রণ পান। আমার পরিচিত অন্তত ৫/৬ জন এই পদে বর্তমানে সিটিতে কাজ করছেন।
আপনারা, যাদের কোয়ালিফিকেশনের সাথে মিল আছে তারা দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন এবং লিখিত পরীক্ষার আমন্ত্রণ পেলে আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিবো। আমরা চাই আরো বেশি বেশি আমাদের ভাইবোনেরা এখানে কাজ করুক। নিচের জব ডিক্রিপশনটি ভালো করে পড়ে নিচের দেওয়া লিংকে গিয়ে অনলাইন আবেদন করুন। মনে রাখবেন আপনার রেসুমে কিন্তু জব ডিস্ক্রিপশনের সাথে মিল থাকতে হবে।
সবাই ভালো থাকবেন।
Good Luck !
বি. মুকুল
Client Service Worker | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
Job Description | ||||||||||||||||||||||||||||
Toronto is Canada’s largest city, the fourth largest in North America, and home to a diverse population of about 2.8 million people. Consistently ranked one of the world’s most livable cities, we are a global centre for business, finance, arts and culture. Join the award-winning Toronto Public Service as Client Service Worker within our Shelter, Support & Housing Administration Division.
NOTE TO CURRENT CITY OF TORONTO LOCAL 79 PART-TIME EMPLOYEES: If you are a current City of Toronto Local 79 part-time employee, you must indicate that you are a “Current Part-time employee” in the “Custom Information” section of your on-line application form, and provide your “Employee Number” in order to be considered for this job opportunity.
NOTE TO ALL CANDIDATES: For all programs in the Shelter, Support & Housing Administration Division, which operate 24 hours a day / seven days a week, part-time employees are expected to be available to work all shifts (days, afternoons & overnight shifts) 4 separate days a week, of which two (2) days must include Saturdays & Sundays. Hours of work will be determined based on operational needs.
Through the Shelter, Support and Housing Administration Division (SSHA), the City of Toronto provides emergency accommodation and assistance to individuals and families with children experiencing homelessness. SSHA directly operates 10 shelters and programs. Service delivery is aligned to a Housing First approach and connects individuals to supports and services needed to stabilize their housing. As a member of the shelter staff team and guided by Shelter Standards, part-time Client Service Workers play a critical role by assisting individuals and families on a day to day basis during their shelter stay. Major Responsibilities: As a Client Service Worker you will be responsible for addressing client needs through a client focused and harm-reduction perspective. Your role as a Client Service Worker will be varied. Specifically, you will:
Key Qualifications: Your application must describe your qualifications as they relate to:
Please note:
We thank all applicants and advise that only those selected for further consideration will be contacted.
Please note that all applicants are encouraged to provide a valid email address for communication purposes. Applicants may receive written correspondence regarding this job posting directly to the email address provided on their resume or to the one used to set-up their Candidate Profile if applying on TalentFlow. As an applicant, it is your responsibility to ensure that you check your email regularly. The City of Toronto is committed to fostering a positive and progressive workforce that is representative of the citizens we serve. We will provide equitable treatment and accommodation to ensure barrier-free employment. In accordance with the Ontario Human Rights Code, Accessibility for Ontarians with Disabilities Act and the City of Toronto’s Accommodation Policy, a request for accommodation will be accepted as part of the City’s hiring process. If you are invited to participate in an assessment process, kindly provide your accommodation needs in advance. Please be advised that you may be requested to provide medical/other documentation to Human Resources to ensure that appropriate accommodation is provided to you throughout the hiring process. If you are an individual with a disability and you need assistance or an accommodation during the application process, please email us at [email protected], quoting the job ID # 2297698 X and the job classification title. |
Job Circular: Click Here “CLIENT SERVICE WORKER“