কবি বন্ধু Shah Mohammed Neamotullah ভাই আজ তাঁর এক ফেবু প্রবন্ধে পড়শিদের সাথে সম্পর্কের জাত বুঝাতে নিজেকে জাইল্লার পোলা বলে গর্বভরে বললেন। আমি মুগ্ধ হলাম, বুকটা গর্বে ভরে গেল তাঁর এমন অসংকোচ নিবেদনে

আমরা মানুষ, আমাদের জাত কি আবার! মানুষের চেয়ে বড় জাত, বড় সম্মানিয় আর কেউ নেই। নিয়ামত ভাইয়ের পোস্টে কমেন্ট করতে যেয়ে ফিরে গেলাম পঁচিশত্রিশ বছর আগে আমার গাঁয়ে। আমার আম্মার স্মৃতি বিজড়িত গল্পটা রকমঃ

আমাদের বাড়ির উত্তর পাশে অবস্থিত জেলে পল্লীর মানুষদের সাথে আমাদের আত্মিক সম্পর্কটা খুবই গভীর। তারা আমাকে নানা রকম সম্পর্কে জড়িয়ে রাখতো কিংবা এখনো বাড়ি গেলে সেই পুরানা সম্পর্কের ঘ্রাণ পাই। ওরা আমার দাদা, দাদি, নানা নানি, ভাই বন্ধু রুপে

এদেরই এক পরিবারের বউ তুলসী তো আমার ধর্মবোন। আমার মাকে ধর্ম মা ডেকেছিলো তুলসী। তার মা বাবা ভারতে চলে গিয়েছিলো বলে দেশে তার মাবাবা ছিলো না। তখন থেকেই তুলসী আমার বোন, তার স্বামী আমার ভগ্নিপতি আর সন্তানেরা আমার ভাগিনা ভাগ্নি। ওরা সেই থেকে আমার উপর হকদার

একবার কি একটা কারণে সেই বোনের উপর বিরক্ত হয়েছিলাম বলে আমার মা খুব মনোক্ষুণ্ণ হয়েছিলেন আমার উপর। মা বলেছিলেনমেয়েটার মা বাবা দেশে নেই, তাই আমায় মা ডেকেছে একটু আশ্রয়ের আশায়। তাই সে তোমার ধর্মবোন। আমি না থাকলেও বোনের প্রতি দায়িত্ব কর্তব্য কখনো ভুলে যাবে না

আমি মাকে বলেছিলামমা, তো সব সময় খালি এটা সেটা নিতে আসে। কই, কখনো তো কিছু দেয় না আমাদের। উল্লেখ্য, ওরা জেলে পরিবারের হলেও সম্পন্ন গৃহস্ত পরিবার ছিলো, ওর স্বামী সরকারী চাকুরী করতো

মা আমায় বললেনআমাদের বাড়ি তো ওর বাবামার বাড়ি। বাড়িতে সব সময় ওর অধিকার আছে। আমি আমার মেয়ের কাছে কিংবা তুমি তোমার বোনের কাছ থেকে কিছু প্রাপ্তির আশা করতে পারো না, এটা ঠিক নয়

আমার এটিচ্যুড পাল্টে গেলো মায়ের কথায়। সত্যিই তো, বোনের কাছ থেকে প্রাপ্তির প্রত্যাশাটা করা ভাইয়ের জন্য ঠিক নয়। সেই থেকে আমিও ওর সাথে ভাই বোনের সম্পর্কটা রক্ষা করে চলছি। আপনি কার সাথে কেমন বিহেভ করবেন, আপনার এটিচ্যুড কেমন হবে তার অনেকটাই মা বাবার থেকেই অর্জন করছেন নিঃসন্দেহে

যাদের সাথে রক্তের সম্পর্ক নয়, ধর্মের সম্পর্কও নয়, তবুও এমন বেশ কিছু মানবিক সম্পর্ক জড়িয়ে আছি আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে। ওরাও আমায় খুব ভালোবাসে আজও। মানুষকে জাত পাতে নয়, শুধু রক্তের সম্পর্কেও নয়, মানুষ হিসাবেও হৃদয়গ্রাহী মানবিক সম্পর্কের মধ্যে আছে অপরিমেয় সুখ। শিক্ষাটুকু, বোধটুকু আ্মার মা বাবা থেকেই পেয়ে এসেছি। অথচ কি আশ্চর্য বিষয় এই যে, সময়ে মানুষে মানুষে, ধনী দরিদ্রে, ধর্ম কিংবা জাতপাতে কি পরিমাণ ঘৃণা আর হিংস্রতা, যা মানুষ নামের অমানুষদের হীনমন্যতা কিংবা বন্যতারই নামান্তর

আসুন তবে বন্ধু সুজন, জীবন বোধকে নতুন করে সাজাই টিকে থাকার স্বার্থে। ফিরে যাই আমাদের চিরন্তন উৎসে। মানুষের শ্বাশত মানবিক সম্পর্ককে মজবুত করি, যেখানে আমরা এক জোড়া মানুষ বাবা আদম মা হাওয়া থেকেই এসেছি।আমার রবের ভালোবাসার ফুল পাখি আমরা এই আদম সন্তানেরা। সেই মানুষকে ভালোবাসলেই হয়তো আমরা ফিরিয়ে দিতে সক্ষম হবো করোনা নামের মহামারিকে। আমাদের অসংকোচ মানব প্রেমেই মহান আল্লাহর রুদ্র রোষ থেকে রেহাই পেতে পারি। ভালো থাকুন সব মানুষ, ফুল পাখি আর অবারিত প্রকৃতি

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন