( পঞ্চম কিস্তি )

বাসায় সংরক্ষিত বই ও কাগজপত্রের যেখানে হাত দেই সেখানেই স্মৃতি, শ্রম, আনন্দ-বেদনা ও আবেগের ছোঁয়া। কী করি? কোনটা ফেলি আর কোনটা রাখি!
বহুদিনের সাথী সকলেই যেনো ডেকে বলছে, আমায় বিসর্জন দিওনা হে!

বেশ কয়েকটি অপ্রকাশিত পান্ডুলিপি আছে। “সুকান্তঃ কবি ও মানুষ” গ্রন্হটি অত্যধিক বড়ো আকারের হয়ে যাবার কারণে অর্ধেকলেখা রেখে দেই, না ছাপিয়ে । এটি আর প্রকাশিত হয়নি। সেটি আমার নিকট অনেক পরিশ্রমের ও মূল্যবান ধন। এছাড়া, উপন্যাস এবং কবিতার কয়েকটি পান্ডুলিপিও খুঁজে পেলাম।

অনেকগুলো নোটবুক, রেজিস্টার খাতা ও লুজ কাগজে গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, গবেষনামূলক ও প্রফেশনাল লেখা। ওদের কোনোটি হয়তো কোনো পত্রিকায় ছাপা হয়েছে, কোনোটার ঠাঁই হয়েছে কোনো প্রকাশিত গ্রন্থে। বাকী অধিকাংশ লেখা পড়ে আছে এলোমেলো, অযত্নে। প্রজনন স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্হ পরিচর্যা, লিঙ্গবৈষম্য, পরিবার পরিকল্পনা ও উন্নয়নের ওপর রয়েছে প্রচুর লেখা।

ধর্মীয় গ্রন্থও প্রচুর। আলহামদুলিল্লাহ, কুরআনুল কারিমের বাংলা, আরবী, আরবী ও বাংলা অনুবাদ, তাফসির সহ মোট ৮/৯ সেট। হাদীসে কুদসী, বুখারীসহ অন্যান্য হাদীস গ্রন্হ। মাসলা-মাসায়েলের বই, ইলমে মারেফত বিষয়ক গ্রন্থ। জালাল উদ্দীন রুমী ও ইমাম গাজ্জালীসহ অন্যান্য মনিষীর মহামূল্যবান গ্রন্থ ৷

আমার সংগ্রহে আছে, বিভিন্ন আকারের অনেক ম্যাগাজিন বা জার্নাল। অমূল্যসম্পদ আমার বাবার লেখা চিঠিপত্র, তাঁর সংগ্রহের ফারসী ভাষার পান্দেনামা ও মারেফাতের মূলতত্ত্ব বইসমুহ। গ্রামের বাড়ির দলিল, রূপায়ণের ফ্ল্যাটের কাগজপত্র, ডিবি এইচ-এর লোনের কাগজ, বিক্রি করে দেয়া কুমিল্লার রেসকোর্স ও সাভারের জমির দলিল ইত্যাদিও আমার হেফাজতে আছে। চাকুরী, পেনশনের কাগজ, মুক্তিযুদ্ধের কাগজ ও নথিপত্রতো রয়েছেই।

রেডিও বাংলাদেশের তালিকাভুক্ত গীতিকার হিসেবে চাহিদা অনুযায়ী ২/১ বার গান জমা দিয়েছি। এরপর রেডিওতে বহুবার গিয়েছি। জনসংখ্যা সেলে কথিকা পাঠ করেছি অসংখ্যবার। জনসংখ্যা বিষয়ে সাক্ষাৎকার দিয়েছি রেডিও টেলিভিশনে অনেকবার। কিন্তু গান আর জমা দেয়া হয়নি। এখন দেখি গানের ২ টা বৃহৎ পান্ডুলিপি অযত্নে বাসায় পড়ে আছে । এছাড়া, রেডিও টেলিভিশনের বহু স্ক্রিপ্ট জমা আছে। কিছু কিছু বিভিন্ন পত্রিকা, সংকলন এবং ম্যাগাজিনে ছাপা হলেও অনেকগুলো এমনিতেই পড়ে আছে।

আমার ভান্ডারে রক্ষিত ও সঞ্চিত এযাবৎ প্রাপ্ত পত্রিকাগুলোর, বহু পরিশ্রমের পর, একটি তালিকা তৈরি করতে সক্ষম হয়েছি । অনেক পত্রিকার নামও মনে নেই, আমার সংগ্রহেও নেই, কিন্তু তাতে আমার লেখা রয়েছে। সেসব পত্রিকা ও লেখার নাম উল্লেখ করা গেলো না। দূঃখ হয়, কেনো আরো যত্নবান হতে পারলাম না। ধরে রাখতে পারলাম না অমূল্য সম্পদ। অথচ, অনেক অপ্রয়োজনীয় বই, কাগজ ও দ্রব্যাদি যত্ন করে রেখে দিয়েছি।

আমার নিকট সংরক্ষিত অনেক পত্রিকাই হয়তো এখন বিলুপ্ত বা সীমিত পরিসরে প্রকাশিত হয়ে থাকে। বর্তমান প্রজন্মের অনেকে হয়তো এখানে বর্নিত অনেক পত্রিকার নামই শুনেননি। তবুও উল্লেখ করছি।

যেসকল পত্রিকার নাম এখানে উল্লেখ করা হলো সেগুলোর এখন কী অবস্থা জানি না। কোনো কোনোটা বিলুপ্ত, কোনোটা চোখে পড়েনা। কোনোটা হয়তোবা নামে মাত্র টিকে আছে। কোনোটা আবার নতুন প্রজন্মের নিকটও পরিচিত । তবুও, পূর্বের (সে সময়কার), লুপ্তপ্রায় ও বর্তমান পত্র-পত্রিকার একটা ধারণা পাঠক সমাজ এখান থেকে পেতে পারেন। সাথে সাথে আমার লেখক হবার প্রাণান্তকর চেষ্টার একটি ছবিও এখানে প্রস্ফুটিত ।

এ তালিকায় বর্নিত পত্র-পত্রিকাসমূহ ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য এলাকা ও বিদেশ (বাংলাদেশের বাইরে) থেকে প্রকাশিত।

ঢাকার দৈনিক পত্রিকাসমুহ
( যেখানে আমার লেখা রয়েছে)

০১. দৈনিক সংবাদ
০২. দৈনিক জনকণ্ঠ
০৩. দৈনিক দিনকাল
০৪. দৈনিক যুগান্তর
০৫. দৈনিক প্রথম আলো
০৬. The New Nation
০৭. দৈনিক সমাচার
০৮. দৈনিক আল আমীন
০৯. দৈনিক সকালের খবর
১০. দৈনিক সংগ্রাম
১১. দৈনিক আল মুজাদ্দেদ
১২. দৈনিক রূপালী
১৩. দৈনিক মিল্লাত
১৪. দৈনিক লালসবুজ
১৫. দৈনিক আজকের কাগজ
১৬. দৈনিক আজকের প্রত্যাশা
১৭. দৈনিক বাংলা বাজার পত্রিকা
১৮. দৈনিক ইনকিলাব
১৯. দৈনিক দেশ জনতা
২০. দৈনিক খোলা কাগজ
২১. দৈনিক নয়া দিগন্ত
২২. দৈনিক সবুজ বাংলা
২৩. দৈনিক বাংলা
২৪. দৈনিক বাংলার বানী
২৫. দৈনিক খবর
২৬. দৈনিক ভোরের কাগজ
২৭. দৈনিক শক্তি
২৮. দৈনিক নওরোজ

ঢাকার বাইরের দৈনিক পত্রিকা
( যেখানে আমার লেখা রয়েছে)

২৯. দৈনিক কল্যান, যশোর।
৩০. দৈনিক বার্তা, রাজশাহী।
৩১. দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।
৩২. দৈনিক বাংলার জমিন, ময়মনসিংহ।
৩৩. দৈনিক মাথাভাঙা, চুয়াডাঙ্গা।
৩৪. দৈনিক গতকাল, রাজবাড়ী।
৩৫. দৈনিক সচেতন, নারায়নগঞ্জ
৩৬. দৈনিক কল্যাণ, কোটচাঁদপুর
৩৬. দৈনিক জাহান, ময়মনসিংহ।
৩৬. দৈনিক আজকের দেশ, কিশোরগঞ্জ।

ঢাকা ও ঢাকার বাইরে থেকে প্রকাশিত সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও অনিয়মিত পত্রিকা ও জার্নাল সমুহ ( যেখানে আমার লেখা রয়েছে)

৩৭. সাপ্তাহিক নতুন বাংলা, ঢাকা ।
৩৮.সাপ্তাহিক ভোরের আলো, ঢাকা।
৩৯. সাপ্তাহিক সুন্দর বার্তা, ঢাক।
৪০. সাপ্তাহিক নবীন বাংলা, ফেনী।
৪১. সাপ্তাহিক কক্সবাজার, কক্সবাজার।
৪২. সাপ্তাহিক যমুনা বার্তা, সিরাজগঞ্জ।
৪৩. সাপ্তাহিক মুসলিম জাহান,ঢাকা।
৪৪. সাপ্তাহিক প্রতিচিত্র,ঢাকা, জুন, আগষ্ট ও সেপ্টেম্বর সংখ্যা ২০০১।
৪৫. সাপ্তাহিক আগামী, ঢাকা, ১৩ সেপ্টেম্বর ১৯৯১।
৪৬. সাপ্তাহিক রোববার ঢাকা।
৪৬. টরন্টো বাংলা মেইল, কানাডা।
৪৭. টরন্টো ভোরের আলো, কানাডা।
৪৮. CBN Canadian Bangladeshi News, কানাডা।
৪৯. পাক্ষিক ঊষা, ঢাক।
৫০. পাক্ষিক হাইমচর দর্পন, চাঁদপুর।
৫১. সত্যপ্রবাহ, ঢাকা।
৫২. মাসিক নবারুণ, ঢাকা।
৫৩. প্রজন্ম, পিএসটিসি- এর মাসিক পত্রিকা, ঢাকা।
৫৪.সুখী পরিবার,পরিবার পরিকল্পনা সমিতির মাসিক পত্রিকা, ঢাকা।
৫৫. সচিত্র বাংলাদেশ, তথ্য অধিদপ্তরের মাসিক পত্রিকা, ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০০০ ।
৫৬. প্রতিরোধ, আনসার ও ভিডিপির মুখপত্র , ঢাকা।
৫৭. ত্রৈমাসিক চয়ন, ঢাকা।
৫৮. পরিক্রমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মুখপত্র, ঢাকা।
৫৯. শিরি, নিউইয়র্ক, আমেরিকা, ২-৩য় বর্ষঃ ২০০০-২০০১, পৃষ্ঠা ৩৩।
৬০. বই, জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা। সেপ্টেম্বর-অক্টোবর ২০০৪,পৃষ্ঠা ১৩।
৬১. ক্রান্তি, ঢাকা।
৬২. সূর্যসারথী, মিতালি সংসদ, ঢাকা।
৬৩. ঋতু পত্র, মৌলভীবাজার।
৬৪. ত্রিকাল, কুমিল্লা।
৬৫. আরশী নগর, ঢাকা।
৬৬. স্বরূপ স্বাস্থ্য দর্পণ ২০০৩, ঢাকা।
৬৭. সংযোগ, ঢাকা।
৬৮. সমাজ ১৯৯৫-১৯৯৬, গভঃ এমপ্লইজ কমিউনিটি সেন্টার- এর ম্যাগাজিন, আজিমপু, ঢাকা।
৬৯. প্রত্যাশা, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল মহাবিদ্যালয় বার্ষিকী, ১৯৭৭।
৭০. রক্ত ঝরা দিন, কুমিল্লা, ১ মে ১৯৮৬।
৭১. শিখা, ২১ ফেব্রুয়ারী ১৯৯২, মৌলভীবাজার।
৭২. শিকড়, খুলনা, ১৬ ডিসেম্বর ১৯৯৫।
৭৩. বিশ্ব জনসংখ্যা দিবস সংকলন, ঢাকা।
৭৪. রাঙা ফাল্গুন, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ফাল্গুন ১৩৮৯ বাংলা।
৭৫. শহীদ স্মরণিকা, নারায়ণগঞ্জ, ২০১২।
৭৬. সুন্দর বার্তা, সিরাজগঞ্জ, শহীদ দিবস সংখ্যা ১৯৯৮ , পৃষ্ঠা ১৬।
৭৭. আরশীনগর, ঢাকা, ২ এপ্রিল ২০০১, পৃষ্ঠা ১০।
৭৮. সূর্যসারথী, মিতালি সংসদ, ঢাকা।
৭৯. প্রতিধ্বনি, মৌলভীবাজার, জুলাই ১৯৯০।

৮০ . South Asian Anthropologist, March 2000. Number 01 Volume 21. Special Issue, CULTURE AND FERTILITY IN SOUTH ASIA. Official Organ of Sarat Chandra Roy Institute of Anthropological Studies, Ranchi, India. “Practice of Contraceptive Devices Associated with Family Structure in Rural Bangladesh”. Pp 07 to 14.

৮১ . IL CIBO CULTURALE
DAL CIBO ALLA CULTURA, DALLA CULTURA AL CIBO.

CULTURAL FOOD
FROM FOOD TO CULTURE. FROM CULTURE TO FOOD.
edited by Antonio Guerci.
Erga / edizioni.
“DIETARY RESTRICTION OF THE WOMEN DURING GESTATION AND LACTATION PERIOD AND THEIR IMPACT ON MATERNAL AND CHILD HEALTH IN BANGLADESH.”
BY Profulla C. SARKER Ph.D*.., Samad SIKDER** ., Chinmoy K. DAS. ***
*Professor, Department of Social Work, University of Rajshahi, Rajshahi, Bangladesh.
** Ph.D. Research Fellow , IBS
(Institute of Bangladesh studies), University of Rajshahi, Bangladesh.
*** M.Phil Research Fellow, IBSC ( Institute of Biological Sciences), University of Rajshahi, Bangladesh (1999).
৮২ . United Nations, Economic and Social Commission for Asia and the Pacific, Bangkok, Thailand. October 2002. Asia- Pacific Population Journal.
” Structural Changes in Population Policy and Programmes in Bangladesh : Prospects and Problems. ”
৮৩ . The 14th International Congress of Anthropological and Ethnological Sciences (ICAES), Williamsburg, Virginia, USA, July 26 – August 01, 1998.
Family Structure and Fertility Behaviour. ” Practice of Contraceptive Devices Associated with Family Structure in Rural Bangladesh.”
৮৪ . IBS ( Institute of Bangladesh Studies) Journal, University of Rajshahi. “Gender Disparity and Contraceptive Use in Rural Bangladesh. “, March 2003. ৮৫. LIP — Local Initiative Programme. “Local Initiative Programme in Bangladesh : Family Planning Perspective”. January 1991.
৮৬. Population Bulletin, February – April 2000. Directorate General of Family planning, Dahaka.
৮৭. International Conference.
Public- Private Partnership in Healthcare for the Poor and Disadvantaged.
nicare, DFID and British Council. October 19-21, 2003. Sheraton Hotel, Dhaka, Pp. 51.
৮৮ . Population and Development Programme. Centre for Development Studies (CDS) Trivandrum, Kerala, India, 1993 , Pp 23.

এখানে, এপর্যন্ত, আমার হেফাজতে প্রাপ্ত পত্র-পত্রিকা ও প্রকাশনার কথা উল্লেখ করা হলো। এর সবক’টাতে কম-বেশি আমার লেখা রয়েছে। কোনোটায় একটা, কোনোটায় রয়েছে বহু লেখা। হরেক রকমের লেখা। কোনোটায় রয়েছে পুস্তক সমালোচনা বা বুক রিভিউ কিংবা আমার প্রকাশিত বইয়ের খবর।

( চলবে)

২১ মে ২০২০,
রূপায়ন টাউন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন