প্যারিস থেকে:-
ভালোবাসার চেয়ে বেশী যখন কোনো আন্তরিক সম্পর্ক থাকে তখনই আমরা কাউকে জান বলি। নিজের জানকে সবাই ভালোবাসেন যত্ন নেন ,কাউকে চাইলেও সহজে জান বলা যায় না।
তার জন্যে অনেক সাধনা করতে হয়।
আজকাল ভালোমানুষ না মন্দ মানুষ না জেনেশুনে অল্প পরিচয়ে একে অন্যজনকে জান বলেন।
দুইদিন পরে এই জান হয়ে যান অশান্তির মূল কারন মুখভাব দেখে বুঝা যায় না কে সাধু আর কে মুখোশধারী।
সাধু আর শয়তানে দুনিয়ায় চলছে লড়াই!
তাই কাউকে জান বলার আগে সময় নিন হঠাৎ করে কাউকে অল্প পরিচয়ে জান বলে ডাকবেন না।
এবং হৃদয়ে স্থান দিবেন না জান শব্দ অনেক বিশ্বস্ততা ও নির্ভরতা ভরা একটি শব্দ।