প্যারিস থেকে:-

“মুঠোফোনে প্রেম করে নিজের জীবনের শেষ পরিনতি ঢেকে আনবেন না। ”

বতর্মানে সমাজের মধ্যে সত্যিকারের ভালোবাসা প্রেম নেই। প্রেমীকের আদর মাখানো কথা লাভ ইউ জান! সুইটি আমার লক্ষ্মী আমার! তোমাকে না দেখলে মরে যাব কসম একবার দেখা কর আমি তোমাকে বিয়ে করবো। তুমি আমার আকাশ নদী, পাহাড় – পর্বত এইসব মিথ্যা কথায় কখনও বিশ্বাস করবেন না। আজকাল যুগ খুব খারাপ,  ভালোবাসা প্রেম হয়ে গেছে প্রতারণায় ভরপুর সত্যিকারের ভালোবাসা প্রেম নেই সমাজের মধ্যে। আছে শুধু দেহের প্রতি লোভ লালসা তোমাকে নিয়ে প্রেমীকের জগন্য চিন্তা ভাবনা। নিজের পরিবারকে ফাকি দিয়ে গোপনে দেখা করতে চলে গেলে অচেনা অজানা অল্প সময়ের মুঠোফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া ছেলের সঙ্গে সেইতো তোমার মূল্যবান সম্পদ ইজ্জত ভোগকরে তোমাকে হত্যা করবে। তোমার লাশ ফেলে রাখবে জঙ্গলে তোমারা একটুখানি সর্তক হলে তোমাদের নিজেদের জীবনটা বাচাতে পারবা। তাইতো অনুরোধ করছি মুঠোফোনে প্রেম করে নিজের জীবনের শেষ পরিনিতি ঢেকে আনবে না….

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন