নরওয়ে থেকে:-

সাউথ নরওয়েতে বসবাসকারী আমরা বাংলাদেশীদেরকে বাংলাদেশের ইতিহাস সংবলিত ছোট্ট এ মুরাল চিত্র উপহার দেবার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন এবং মুরাল আর্টিস্ট ইসমাঈল হোসাইন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যারা নরওয়েতে থাকি , তাদের সবার জন্য ওনারদের পক্ষ থেকে দেয়া এই বিশেষ উপহার সত্যি সত্যি ধন্যবাদ পাবার যোগ্যতা রাখে ।
বিজয়ের এ মাসে মুরাল চিত্রটার সামনে দাঁড়িয়ে জাতিগত নিজ্বস্যতাকে অনুভব করি, অনুভব করি বাংলা আর বাঙালির সংগ্রাম আর বীরত্ব গাঁথা দিনগুলোকে। বাংলাদেশের মাটি বাংলা ও বাঙালির  ।
বাংলাদেশ যতদিন থাকবে, – বঙ্গবন্ধুর ৭ ই মার্চের সেই মুক্তির ডাক, মুক্তি যুদ্ধের চেতনা আর বীর মুক্তিযুদ্ধাদের বীরত্বের ইতিহাস বেঁচে থাকবে। একজন বাংলাদেশী হিসাবে নিজেকে নিয়ে গর্ববোধ করি , আর লাল সবুজের পতাকাটার দিকে যখন তাকাই , রক্ত হীম হয়ে আসে , মায়ের কথা মনে পড়ে , মনে পড়ে কতোয়ালপুর গ্রামের সেই ফেলে আসা দিনগুলো আর চিরচেনা মুখগুলোর কথা। আমরা হয়তোবা হাজার সহস্র মাইল দূরে থাকি। মন পড়ে থাকে শুধু স্বদেশের আঙিনায়।

ভালো থেকো প্রিয় বাংলাদেশ, সব দুঃখ কষ্টকে পেছনে ফেলে ভালো থাকে যেন বাংলার মানুষেরা।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন