নরওয়ে থেকে:-

নববর্ষের এই দিনে তোমাকে কিছু দেবার মতো নাই আমার,
শুধু একটকুরো’ ভালোবাসা ছিটিয়ে দিলাম আকাশে বাতাসে।
জানিনা আটলান্টিক পাড়ি দিয়ে ভালোবাসাটুকু পৌঁছাতে পারবে কিনা তোমার জানালায় ?? তবুও আশায় থাকি, আমার ভালোবাসাটুকু তুমি বৈশাখী বাতাসে খুঁজে পাবে।

তুমি সেই আগের মতোই আছো জানি, বৈশাখী রঙে এখনো রাঙা হও, 
পাশে শুধু আমি নাই !
প্রায় ১২টা বৈশাখ চলে গেছে ,
স্মৃতির সিলেট শহর, সেই এম সি কলেজ প্রাঙ্গন, আমার উদ্বেলিত যৌবন আর বৈশাখী রঙে রাঙা তুমি ,
প্রণব, দীপক, অম্লান, রতিন্দ্র, তানভীর, বিশ্বজিৎ কেউই নাই আর।
এক যুগ পেরিয়ে গেছে, বৈশাখ আর ভালোবাসার রঙে রাঙা হয়ে উঠেনা আর।
নরওয়ের ব্যস্ততাপূর্ণ জীবনে প্রায় সব আছে, শুধু তুমি আর বৈশাখী রংটাই নাই।
সময়ের বিবর্তনে কত কিছু যে বদলে যায়, তুমিও বদলাও -আমিও তাই !
বেঁচে থাকলে দেখা হবে আবার, দেখা হবে স্মৃতির শহরে, স্মৃতির কলেজ প্রাঙ্গনে ,
শুভ্র চুল আর শুভ্র দাড়িওয়ালা আমাকে চিনতে হয়তো সময় লাগবে তোমার।
আমি ঠিকই চিনে নিবো –
বাসন্তী শাড়িতে রাঙা তুমি, বনলতার মতো সেই দুটি চোখ সেকি ভুলা যায় !!
ভোলা যায়কি সেই মায়াবী তুমি? সেই স্পর্শগুলো, সেই ভালোলাগা ভালোবাসার বৈশাখী দিন ক্ষণ ??


১ মন্তব্য

  1. অসাধারণ অভিব্যক্তি শরীফ ভাই. ফেলে আসা বা হারিয়ে যাওয়া স্মৃতি ফুটে উঠেছে নুতন এক ক্যানভাসে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন