নরওয়ে থেকে:-

বাংলার ছেলেরা সহ্য করতে জানে ছাড় দিতে জানেনা , আর তাইতো আজ হোক আর দশ বৎসর পরে হোক তারা ভালো থাকে সুখে থাকে । রহিম ভাই ও হাবিব ভাই চিটাগাং এর ছেলে, মাসুদ ভাই ফরিদপুরের, সানি পুরান ঢাকার আর আমি সিলেটের। দেশের ভিবিন্ন প্রান্ত থেকে আসলেও পেছন ঘাটলে আমরা সবাই প্রায় সমান ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি , পৃথিবির ভিবিন্ন প্রান্তে ভিবিন্ন বিষয়ে অনেক অনেক কষ্ট করেছি কিন্তু ছাড় দেইনি , বাংলার ছেলেরা সব দিতে পারে তবে ছাড় দিতে জানেনা। আর ছাড় দেইনি বলেই আজ সবাই বৌ বাচ্চা নিয়ে ভালো আছি এবং আগামীতে আরো ভালো থাকবার স্বপ্ন দেখি।
আজ যারা সুশিক্ষিত, সৎ ও কর্মঠ ছেলেমেয়েরা হতাশ ও বিপন্ন তাদেরকে একটাই উপদেশ, যতটুকু পারেন নিজেকে শারীরিক ও মানুষিক ভাবে ভালো রাখেন, যেকোনো কাজে পারদর্শী হয়ে উঠেন, সব রকম খারাপ প্ররোচনা এবং খারাপ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন আর সর্বোপুরি চেষ্টা করতে থাকুন, আপনার আজকের প্রচেষ্টার সুফল হয়তোবা কালই পাবেন না তবে আপনি যদি সঠিক পথে থেকে সঠিকভাবে চেষ্টা করতে থাকেন তবে সুফল একদিন আসবেই , ভালোভাবে করা কোনো কাজ কোনোদিনই ব্যর্থ হয়না। তবে জীবনে এগিয়ে যেতে হলে সুশিক্ষা, সততা আর কর্মদক্ষতার কোনো বিকল্প নেই। নিজেকে ভালো রাখুন আর ভালো সময়ের জন্য অপেক্ষা করতে থাকুন। জীবনে ভালো সময় আসবেই। যারা নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যায় তারাই জয়ী হয়। যারা হাল ছেড়ে বসে থাকে তারা নিজের কাছেই নিজে পরাজিত, যে নিজের কাছেই পরাজিত থাকে দেবার মতো কোনো কিছু পৃথিবীর কাছে নাই। আর নিজেকে দক্ষ না করলে, আর নিজের জীবনের জন্য নিজে চেষ্টা না করলে কোনো আল্লাহ, ঈশ্বর, ভগবান আপনার কাজে আসবেন না। 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন